কারও কাছে তিনি ভগবান, কারও কাছে মুশকিল আসান, তিনি আর কেউ নন বলিউড অভিনেতা সোনু সুদ। কোভিড ১৯-এর সময় রাতারাতি গরীবের ভগবানে পরিণত হয়েছিলেন তিনি। কোভিড বিদায় নিয়েছে, তবে ভগবানের হাত এখনও রয়েছে মানুষের মাথার উপর। তবে এবার সহঅভিনেত্রী নেহা ধুপিয়ার পাশে দাঁড়ালেন সোনু। বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।
শুক্রবার বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া পরিবারকে নিয়ে ফেরার সময় বিমান অবতরণে দেরির শিকার হন। সঙ্গে ছিল তাঁর দুই সন্তান মেহর ও গুড়িক। এই অসময়ে নেহারে পরবর্তী ফ্লাইট বুক করতে সাহায্য করেন সোনু। শুক্রবার সফর সেরে ইন্ডিগোকে ট্যাগ করে টুইটারে নেহা লেখেন, “আমি পরিবার ও দুই সন্তানকে নিয়ে ভ্রমণ করছিবলাম, আর ক্রমাগত ফ্লাইট দেরির বার্তা পেয়ে গিয়েছি। সমানে কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করে গিয়েছি সফরটা স্বাভাবিক করার জন্য। টিকিটে আমার ফোন নম্বর দেওয়া রয়েছে। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করুন।” পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ইন্ডিগোর তরফে নেহাকে ট্যাগ করে পাল্টা টুইট করা হয়। সেই টুইটে লেখা হয়, “আমাদের তরফে এই ব্যপারে পদক্ষেপ করা হয়েছে। আপনার সহযোগিতা ও ধৈর্যের জন্য ধন্যবাদ।”
এরই মাঝে বন্ধু সোনুর কথাই মাথায় আসে অভিনেত্রীর। তাঁকে ফোন করতেই সমস্যার সমাধান হয়। এই সম্পর্কে নেহা লেখেন, “আমার সবচেয়ে বিশ্বাসযোগ্য হেল্পলাইন সোনুই সেই সময় আমার ভরসা হয়ে দাঁড়িয়েছে।” নেহার এই টুইটের উত্তরে সোনু লেখেন, “২৪ ঘণ্টা আছি। যখন হোক শুধু একটা ফোন করলেই হবে।” পাশে একটা ভালবাসার ইমোজিও জুড়ে দেন তিনি। বন্ধু থেকে সাধারণ মানুষ, সকলের পাশেই রয়েছেন তিনি। বিপদে পড়লে তাঁর হাত সঠিক সময় যে পৌঁছে যাবে তা আবারও প্রমাণ করে দিলেন সোনু।
নেহার সঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সোনু। ‘সিং ইজ কিং’-এর মতো ছবিতেও ফ্রেম শেয়ার করেছেন তাঁরা। প্রসঙ্গত, সম্প্রতি স্বামী অঙ্গদ বেদী ও দুই সন্তান নিয়ে নতুন ঠিকানায় সংসার পেতেছেন নেহা। নতুন বাড়ির বিভিন্ন ঝলক ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।