Viral Ram Charan’s wife: কেন সন্তান নেই বিয়ের ১০ বছর পরও, ‘আরআরআর’ খ্যাত রামচরণ এবং তাঁর স্ত্রীর? প্রশ্ন নেটিজ়েনদের

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jul 10, 2022 | 8:25 AM

Viral Ram Charan’s wife: ২০১২ সালে তিনি বিয়ে করেন ছোটবেলা বন্ধু উপাসনাকে (Upasana)। কিন্তু এখনও তাঁদের সন্তান নেই।

Viral Ram Charan’s wife: কেন সন্তান নেই বিয়ের ১০ বছর পরও, ‘আরআরআর’ খ্যাত রামচরণ এবং তাঁর স্ত্রীর? প্রশ্ন নেটিজ়েনদের
রামচরণ এবং তাঁর স্ত্রী উপাসনা

Follow Us

দক্ষিণী তারকা চিরঞ্জীবীর পুত্র রাম চরণ (Ram Charan)। বলিউডে ‘জঞ্জির’ ছবির রিমেকে ডেবিউ করেন। তবে দক্ষিণে বহুদিন ধরে জনপ্রিয় তারকা তিনি। সম্প্রতি তাঁর এবং এনটিআর জুনিয়র অভিনীত রাজামৌলির ছবি ‘আরআরআর’ সারা বিশ্বব্যাপী ঝড় তুলেছে। সাধারণ মানুষ থেকে নেটিজ়েনরাও তাঁর জীবন নিয়ে হয়েছেন কৌতুহলী। বিশেষ করে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। জানা গিয়েছে ১০ বছরের বিবাহিত জীবন তাঁর। ২০১২ সালে তিনি বিয়ে করেন ছোটবেলা বন্ধু উপাসনাকে (Upasana)। কিন্তু এখনও তাঁদের সন্তান নেই। ব্যস এই খবর জানতেই হাজারো প্রশ্নের মুখে দক্ষিণী তারকা। কেন নেই তাঁদের সন্তান?  সম্প্রতি রামচরণের স্ত্রী উপাসনা এই নিয়ে মুখ খুলেছেন। আর তাতেই হয়েছে সকলে সরব। রামচরণ-উপাসনার পরিবার থেকে নেটিজ়েন সকলেই এই উত্তর শুনে অবাক।

কী বলেছেন উপাসনা? তাঁদের সন্তান নেই, হওয়ারও কোনও সম্ভাবনা নেই। কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে, জনসংখ্যা নিয়ন্ত্রণের কারণে সন্তান নিতে চান না। এই নিয়ে উপাসনা সদগুরুর উপদেশের কথাও তুলে ধরেছেন। সদগুরুর মতে, “মানুষ নিজের কার্বন পদচিহ্ন নিয়ে চিন্তিত, কিন্তু মানুষের পদচিহ্ন যদি কমে যায়, তাহলে গ্লোবাল ওয়ার্মিং নিয়েও চিন্তা করার দরকার নেই। তাই, এমন মহিলাদের দেখে ভাল লাগছে যাঁরা প্রজনন না করাকে বেছে নিয়েছেন”৷ উপাসনা সদগুরুর প্রতি মুগ্ধ হয়েছিলেন এই বাক্য শুনে। সদগুরুকে জানিয়েছিলেন যে তিনি শীঘ্রই তাঁর মা এবং শাশুড়ির সঙ্গে দেখা করাতে চান। উপাসনা সদগুরুকে বলেছিলেন, “আমি আপনাকে আমার মায়ের সঙ্গে কথা বলতে চাই এবং শাশুড়ির সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করাতে চাই”। আর রামচরণের স্ত্রী এই বক্তব্যই এখন ভাইরাল।

অন্যদিকে রাম চরণও অনেক অনুষ্ঠানে নিজের মত প্রকাশ করেছেন সন্তান না হওয়ার বিষয়ে। সিনেমাই তাঁর একমাত্র ভালবাসা হওয়ার কারণে তিনিও সন্তান নিতে ইচ্ছুক নন। তাঁর বক্তব্য, “মেগা স্টার চিরঞ্জীবীর ছেলে হিসাবে, ভক্তদের খুশি করার দায়িত্ব আমার রয়েছে। আমি যদি একটি পরিবার শুরু করি, আমি আমার উদ্দেশ্য থেকে বিচ্যুত হতে পারি। উপাসনারও কয়েকটি লক্ষ্য রয়েছে। তাই, আমরা কিছু বছর বাচ্চা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি”। যদি কোনও দম্পতি পারস্পরিক সম্মতিতে সন্তান নিতে ইচ্ছুক না হয় তবে তাঁদের বিচার করা বা একই বিষয়ে প্রশ্ন করা উচিত নয় বলেই অনেক মনে করেন। তাঁরা পাবলিক ফিগার,  পাবলিক প্রোপার্টি নন। প্রত্যেকের নিজেদের ব্যক্তিগত জীবনে কিছু উদ্দেশ্য থাকে। তাই এমন অনুভূতিপ্রবণ বিষয় নিয়ে  সেলিব্রিটিদের বিরক্ত করা বা আক্রমণ করা উচিত নয় বলে অনেকেই মতামত দিয়েছেন।

 

Next Article