Partha Rudra: প্রয়াত ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র; মাত্র ৫৮ বছর বয়সে নিভল জীবনের আলো

ক্রীড়া সাংবাদিক ছিলেন পার্থ। ক্রিকেট ছিল তাঁর পছন্দের বিষয়। খেলা কভার করতে গিয়ে গোটা বিশ্ব ঘুরেছেন। শেষে ক্যান্সারের বলিংয়ে আউট হয়ে গেলেন।

Partha Rudra: প্রয়াত ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র; মাত্র ৫৮ বছর বয়সে নিভল জীবনের আলো
পার্থ রুদ্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 4:22 PM

শনিবার নিজের কলকাতার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮। কোলোন ক্যান্সারে ভুগছিলেন পার্থ। মাঝে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি ক্যান্সারকে জয় করেছেন। কিন্তু অগস্টে ফের ফিরে আসে মারণ ক্যান্সার। আর ফেরানো যায়নি পার্থকে। কলকাতায় ফিরে হাসপাতালে গেলেও, জীবনের শেষ কয়েকটা দিন পরিবারের সঙ্গেই কাটিয়েছেন। সেটাই চাইতেন পার্থ।

কেরিয়ারের অনেকটা সময় আজকাল সংবাদপত্রে কাজ করেছিলেন পার্থ। কাজ করেছেন অন্যান্য সংবাদ মাধ্যমেও। ক্রীড়া সাংবাদিক ছিলেন। ক্রিকেট খেলা ছিল তাঁর পছন্দের বিষয়। ক্রিকেট খেলা কভার করতে গোটা বিশ্ব ঘুরেছেন পার্থ। যে কোনও ম্যাচের পর তাঁর প্রতিবেদন মুগ্ধ করত পাঠককে। একটা সময় পর সাংবাদিকতার চাকরি ছেড়ে দিয়েছিলেন। বিসিসিআই প্রেসিডেন্ট ও ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ম্যানেজার হিসেবেও কাজ করেছিলেন পার্থ।

তাঁর স্ত্রী মিতালি ঘোষালও ছিলেন ক্রীড়া সাংবাদিক। পরবর্তীতে তিনি ছবি পরিচালনার কাজে যুক্ত হয়েছেন। তৈরি করেন তাঁর হিন্দি ছবি ‘২২ ইয়ার্ডস’। অভিনেতা শ্যামল ঘোষালের কনিষ্ঠ কন্যা ও অভিনেত্রী চৈতি ঘোষালের বোন তিনি। স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন মিতালি। TV9 বাংলাকে তিনি বলেছেন, “জানুয়ারি মাসে অস্ত্রোপচার করে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন পার্থ। অস্ত্রোপচার কেমন হয়েছিল, সেটা আমরা বুঝতে পারিনি। কিন্তু চিকিৎসক বলেছিলেন, অস্ত্রোপচার সফল হয়েছে। পার্থ এখন ক্যান্সার মুক্ত। কিন্তু অগস্ট মাসে ফের ক্যান্সার ফেরত আসে। চিকিৎসা চলে। মুম্বইয়ে গিয়েছি ওকে নিয়ে। শেষ একমাস ওকে নিয়ে বাড়িতেই ছিলাম। পার্থ পরিবারের সঙ্গে থাকতে চাইত খুব। শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছিল। হঠাৎই চলে গেল।”

অভিনেত্রী চৈতি ঘোষাল বলেছেন, “বিখ্যাত ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র, আমার বোনের স্বামী, অসুখের সঙ্গে লড়াই করতে করতে হেরে গেল। কিন্তু ও সারাজীবন আমাদের মনের মধ্যে থেকে যাবে ওর লেখা, চ্যাট শো ও এনার্জির মাধ্যমে। হতভাগ্য চৈতি ও পরিবার।”

আরও পড়ুন: Rajkumar-Patralekhaa: রাজকুমার-পত্রলেখার বিয়েতে শালির অদ্ভুত খেয়াল, রয়েছে রাখি সাওয়ান্ত যোগও