মহুয়া দত্ত
‘একটা পোস্ট, তাও মজা করে, বা সচেতন করতে, তা নিয়ে এত হইচই’? প্রশ্নটা করলেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। ২৭ অগস্ট তিনি একটি অনলাইন ফুড অ্যাপ ডেলিভারি বয় সম্পর্কে একটি পোস্ট করেন, যাতে তিনি প্রশ্ন করেন, “আমি শুধু জানতে চাই একজন ডেলিভারি বয়ও ফোন না করে কেন গন্তব্যে পৌঁছতে পারে না? ফোন করে কেন বলেন, ‘আমি আসছি আপনি গেটটা খুলুন।’ এই অবধি ঠিক ছিল। কিন্তু গোল বাঁধে তারপরই। শেষ লাইনটা ছিল “আমি কি দারোয়ান, যে গেট খুলব?” ব্যস, এই পরই শুরু হয় ট্রোলিং। ডেলিভারি বয় হোক বা দারোয়ান-কাউকে অপমান করার অধিকার তাঁকে কে দিয়েছেন, এই নিয়ে নেটিজ়েনরা হন সরব। বিষয়টা ভুল হয়েছে বুঝে মুঝে দেন সুদীপা পোস্টটি।
তারপর তিনি কেন এমন পোস্ট দিয়েছেন তার বিশ্লেষণ করে একটি লাইভ চ্যাটও করেন। যেখানে তিনি দাবি করেন মানুষকে সচেতন করতেই তিনি এমনটা করেছেন। কারণ, “আমার পরিচিত অনেকের কাছেই আজকাল খবর পাচ্ছি, এমন ফোন করে ডেলিভারি বয় খাবার পৌঁছচ্ছে না। ফোনে না পেলেই নটরিচবল বলে তাঁরা খাবার নিয়ে চলে যাচ্ছেন। টাকাও ফেরৎ পাওয়া যাচ্ছে না,” এই বিষয়টি সকলকে অবগত করতেই এই পোস্ট দাবি করলেন সুদীপা। সঙ্গে এও যোগ করলেন যে যদি তাঁর বলার ধরনে ভুল থাকে, তার জন্য ক্ষমাও চাইছেন।
আজ সেই পোস্টের স্ক্রিন শট নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র তাঁর ফেসবুকে পোস্ট করে ক্যপশনে সুদীপাকে ‘উদ্ধত, অসভ্য এই মহিলা’ বলে উল্লেখ করেন। তাঁর পোস্টে অনেকে সুদীপার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এই বিষয়ে TV9 বাংলার তরফ থেকে ফোন করা হলে সুদীপা প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না, শ্রীলেখা এমন লিখেছেন তাঁর সম্পর্কে। তাও পোস্ট মুছে ক্ষমা চাওয়ার পর। “আমি বিশ্বাস করতে পারছি না উনি আমাকে নিয়ে এমন বলেছেন। আমার দাদার বন্ধু। ছোট থেকে চিনি। আমার ছবিতে কাজ করেছেন। খুব অবাক হচ্ছি একজন অভিনেত্রী আমার মতো সামান্য টিভি সঞ্চালিকাকে নজরে রাখেন,” হেসে বললেন সুদীপা।
এখানেই থামেননি রান্নাঘরের সুদীপা। তাঁর মনে হয়েছে কাজ নেই, তাই গুরুত্ব পাওয়ার জন্য এমনটা করে থাকেন তিনি। সুদীপার পরামর্শ শ্রীলেখাকে, “উনি বড় মাপের অভিনেত্রী। নিজের কাজের প্রতি ফোকাস হলে এমনই শিরোনামে থাকবেন। এমন বিতর্ক তৈরি করে লাইমলাইটে থাকার চেষ্টা করতে হবে না।” কিন্তু কেন তাঁকে নিয়ে এমন বললেন শ্রীলেখা? “আসলে উনি যখন প্রজেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমার স্বামী অগ্নিদেবকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন, তখন আমি দাদা এবং স্বামীর পাশে দাঁড়াই, তখন থেকেই খারাপ হয়ে যাই। তিনি আমাকে যখনই দেখা হয়েছে অগ্নি এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে নানা মন্ত্রণা দিতেন। বলতেন তোমার বর তো আবার ঋতু ছাড়াও কোন নায়িকাকে চোখেই দেখতে পারে না। কিন্তু তাঁর কথায় আমি পাত্তা দিচ্ছি না দেখেই এখন আমি খারাপ হয়ে গেলাম,” দাবি সুদীপার।
এছাড়াও সুদীপা আরও জানালেন যে, তিনি নাকি অঙ্ক কষে বিয়ে করেছেন অগ্নিদেবকে, এমনটাই নাকি বলে বেড়ান শ্রীলেখা। তাঁর স্বামী কী উপহার দিচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন নায়িকা। এবার সুদীপার উল্টো প্রশ্ন শ্রীলেখার কাছে, “ আমার স্বামী আমাকে কী দিল তাতে ওঁর কী? উনি কি আমাদের উপর নজর রাখেন? নাকি ওঁর আমার স্বামীর প্রতি দুর্বলতা আছে?” ফোনের ওপারে হেসে প্রশ্নগুলো তুললেন রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা। সঙ্গে জানালেন যে ভাল অভিনেত্রী তিনি। এমন বাজে বিতর্ক তুলে নয়, নিজের অভিনয় দিয়ে শিরোনামে থাকুন।