Oscar 2023: ‘বর্ণবিদ্বেষ’-এর অস্কারসভায় ভীম-রামের নাচকে দাঁড়িয়ে করতালি দিয়ে স্বাগত

Oscar 2023: অস্কারই যখন জিতে নিল ‘আরআরআর’-এ ‘নাটু, নাটু’, তখন আরও একবার যেন ‘বর্ণবিদ্বেষী’ তকমা-পাওয়া অস্কারসভাকে দেখা গেল আক্ষরিক অর্থেই ‘গ্লোবাল’ হয়ে উঠতে।

Oscar 2023: 'বর্ণবিদ্বেষ'-এর অস্কারসভায় ভীম-রামের নাচকে দাঁড়িয়ে করতালি দিয়ে স্বাগত
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 11:15 AM

সত্যজিৎ রায়কে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়ার ক্ষেত্রে ‘দেরি’ হয়েছিল অস্কার কমিটির। অভিযোগ উঠেছিল, ভারতীয় বলেই এই ‘দেরি’ ‘হোয়াইট’ অস্কার-কর্তৃপক্ষের। শুধু এই ঘটনাই নয়, এর পরও একাধিকবার বর্ণবিদ্বেষের অভিযোগে বিদ্ধ হতে দেখা গিয়েছে অস্কার-কমিটিকে। ‘প্যারাসাইট’-এর মতো অ-ইংরেজি ভাষার ‘রিজিওনাল’ ছবিকে স্বীকৃতি দিয়ে সেই অভিযোগ কাটিয়ে ওঠার ক্ষেত্রে প্রথম ‘অফিশিয়াল’ পদক্ষেপ করেছিল অস্কার, বলতে শোনা যায় নিন্দুকদের। সেই অস্কারই যখন জিতে নিল ‘আরআরআর’-এ ‘নাটু, নাটু’, তখন আরও একবার যেন ‘বর্ণবিদ্বেষী’ তকমা-পাওয়া অস্কারসভাকে দেখা গেল আক্ষরিক অর্থেই ‘গ্লোবাল’ হয়ে উঠতে। যেখানে হায়দরাবাদ-নিবাসী চলচ্চিত্র পরিচালক শ্রীশৈল শ্রী (এসএস) রাজামৌলীর তেলুগু ছবি ‘আরআরআর’-এর মুখ্য দুই চরিত্রের (গোণ্ড উপজাতিভুক্ত (Gond Tribal) কোমারাম ভীম আর অন্যজন আল্লুরি সীতারাম রাজু) ‘দেসি ডান্স’ দেখে আসন ছেড়ে উঠে দাঁড়াল ৯৫তম অস্কারসভা। ‘স্ট্যান্ডিং ওভেশন’-এ সমাদৃত হলেন ‘নাটু, নাটু’র দুই ‘দেসি’ গীতিকার এমএম কিরাভানি, কলা ভৈরব। আরও একবার ‘বর্ণবিদ্বেষী’-এর অভিযোগ কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টায় হয়তো অনেকটাই সফল হল অ্যাকাডেমি।

রাজামৌলী, এক কথায় আরআরআর জাহাজের তিনিই ক্যাপ্টেন। ছবি মুক্তি পাওয়া মাত্রই শুরু হয়ে গিয়েছিল এক অন্য মাত্রায় প্রচার। না, দক্ষিণী ছবিকে কেবল প্যান ইন্ডিয়ার তকমা দেওয়া নয়, বিদেশের মাটিতে দরজায়-দরজায় তিনি পৌঁছে দিতে চেয়েছিলেন ‘আরআরআর’কে। কেউ পছন্দ করেছিলেন, কেউ প্রশংসা করেছিলেন, কেউ আবার সমকামের গল্পের তকমাও দিয়েছিলেন। হাল ছাড়েননি পরিচালক। একের পর এক প্রতিযোগিতায় কাঁধে কাঁধ মিলিয়ে নাম লিখিয়েছেন বারে-বারে। কখনও ঘরে এসেছে গোল্ডেন গ্লোব, কখনও আবার দাদা সাহেবফালকে। তবু থেমে থাকা নয়, লক্ষ্যে ছিল অস্কার। ভারতের প্রথম গান, যা সম্মানীত হল অস্কার মঞ্চে। ‘নাটু নাটু’-র হাত ধরেই এই বিভাবে প্রথম অস্কার এল ভারতের ঘরে।

টানা ছয় মাসের অক্লান্ত পরিশ্রমের পর সোমবার শেষ সারিতে বসে অস্কারের অপেক্ষায় পলক গুনছিলেন রাজামৌলী ও তাঁর পরিবার। সঙ্গে ছিলেন নাটু নাটু-র সদস্যরাও। হঠাৎ করে বিজয়ী ‘আরআরআর’এর নাটু নাটু শোনার পরই নেচে ওঠেন পরিচালক, সামনে বসে থাকা সকলেই পিছন ফিরে তাকান। করতালি দিয়ে স্বাগত জানান। সাবেকি পোশাকে পিছন সারিতে দাঁড়িয়ে চার উজ্জ্বল মুখ। চোখে মুখে জয়ের আনন্দ। না, এবার সত্যি থাকল না আর কোনও বর্ণবিদ্বেষের বিবাদ, উল্টে সকলে দাঁড়িয়ে সম্মান জানালেন ‘আরআরআর’ টিমকে। ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে মনোনয়ন পেয়েছিল গানটি। উচ্ছ্বসিত গোটা ‘আরআরআর’ টিম। তেলুগু গান হিসেবে নাটু নাটুর কাছে এ এক বিরাট প্রাপ্তি। এমএম কিরাভানি, কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কণ্ঠে এই গান বর্তমানে গোটা বিশ্বে চর্চায়। মঞ্চে উঠে পুরস্কার নিলেন দুই। ভিডিয়ো মুহূর্তে ভাইরাল। আর তা দেখেই মিটল অতীতের সকল খেদ।