Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sushmita Sen: নস্টালজিক সুস্মিতা, স্মৃতিচারণ ২৮ বছর আগের মুহূর্তকে

Sushmita Sen: ১৯৯৬ সালে 'দস্তক' ছবি দিয়ে বলিউডে পা রাখেন সুস্মিতা। কয়েক দশকের কেরিয়ারে  অভিনেত্রী 'আঁখে', 'বিবি নং ১', 'বাস্তু শাস্ত্র' এবং 'ম্যায় হুঁ না'-র মতো হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

Sushmita Sen: নস্টালজিক সুস্মিতা, স্মৃতিচারণ ২৮ বছর আগের মুহূর্তকে
সুস্মিতা সেন
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2022 | 5:46 PM

২১ মে ১৯৯৪ সাল। ২৮ বছর আগে ঠিক আজকের দিন ভারত পেল প্রথম মিস ইউনির্ভাস। বাঙালির কাছে ছিল দ্বিগুণ আনন্দের। বাঙালি মেয়ে সুস্মিতা সেন (Sushmita Sen) এই মুকুটের অধিকারণী হলেন। ১৯ বছর বয়সী সুস্মিতার মাথায় উঠেছিল বিশ্ব সুন্দরীর মুকুট। জীবনের অত বড় ঘটনা ফিরে দেখলেন সুস্মিতা নিজের সোশ্যাল মিডিয়াতে। তিনি সোশ্যাল মিডিয়াতে সব সময়ই থাকেন সক্রিয়। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নিজের নানা ঘটনা। লাইভে অনুরাগীরা তাঁর সঙ্গে সরাসরি নিজেদের কথা শেয়ার করতে পারেন। সুস্মিতার জীবনের এত বড় ঘটনা তিনি ভাগ করবেন অনুরাগীদের সঙ্গে তা বলাই বাহুল্য। ৭৭টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে সুস্মিতার মাধায় ওঠে এই মুকুট।

২৮ বছর আগে গর্বিত করেন দেশকে সুস্মিতা

নিজের টুইটারে লাল রঙের একটি ড্রেস পরা ছবি দিয়ে, ক্যাপশনে লিখেছেন,   “সুন্দর একটি অনুভূতি, ভারতের প্রতিনিধি হয়ে প্রথমবার মিস ইউনিভার্স জয়ী। শুভ ২৮ বছর পূর্তি!সময় উড়ে যায়…সৌন্দর্য থেকে যায়!!” ঠিক কথাই বলেছেন আরিয়া। তাঁর সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রবাসী বঙ্গতনয়া সারা জীবন নিজের নিয়মে চলেছেন। নিজের ইচ্ছেতে সিনেমা ছেড়েছিলেন। আবার ভাল কাজ পেয়ে ‘আরিয়া’ রূপে ফিরে এসে নেটদুনিয়া কাঁপাচ্ছেন। দত্তক নিয়ে সিঙ্গল মাদার রূপে দুই মেয়ের মা তিনি।

সুস্মিতা সেন

কিন্তু পিছনে ফিরে তাকান যখন, সত্যি কি খুব মশ্রিণ ছিল সব? ছিল না। বরং সামনের রাস্তাটি ছিল রুক্ষ। অভিনেত্রী সম্প্রতি তার কেরিয়ারের প্রাথমিক পর্যায়ে যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন সে সম্পর্কে মুখ খুলেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি ব্যাপক জনপ্রিয়তা উপভোগ করলেও, সুস্মিতা সবসময়ই ইন্ডাস্ট্রিতে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তাঁর আওয়াজ তুলেছেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন সুস্মিতা। কয়েক দশকের কেরিয়ারে  অভিনেত্রী ‘আঁখে’, ‘বিবি নং ১’, ‘বাস্তু শাস্ত্র’ এবং ‘ম্যায় হুঁ না’-র মতো হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। একটা লম্বা বিরতির পর তিনি ওটিটি ডেবিউ করেন ‘আরিয়া’ সিরিজে দিয়ে।