Relationship Patch-Up: সুখবর! তিক্ততা ভুলে সন্তানের জন্যই এক হচ্ছেন সুস্মিতার ভাই রাজীব ও তাঁর স্ত্রী চারু

Charu Asopa-Rajeev Sen: মিলিয়ে দিল কন্যাই। অনেক কাদা ছেটাছিটির পর চারু ও রাজীবের সম্পর্ক তিক্ত থেকে মিষ্টিত্বে পরিণত হচ্ছে।

Relationship Patch-Up: সুখবর! তিক্ততা ভুলে সন্তানের জন্যই এক হচ্ছেন সুস্মিতার ভাই রাজীব ও তাঁর স্ত্রী চারু
চারু ও রাজীব।

| Edited By: Sneha Sengupta

Sep 03, 2022 | 12:29 PM

সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং তাঁর স্ত্রী চারু আসোপার ডিভোর্সকে ঘিরে হইচই শুরু হয়েছিল দিন কয়েক আগে। সেই ছাড়াছাড়িতে চারুর পাশে এসে সুস্মিতা দাঁড়িয়েছিলেন বলেও খবরের শিরোনাম জ্বলজ্বল করেছিল। এবার সুখবর দেওয়ার পালা। অনেক কাদা ছেটাছিটির পর চারু ও রাজীবের সম্পর্ক তিক্ত থেকে মিষ্টিত্বে পরিণত হচ্ছে।

২০১৯ সালে বিয়ে করেন চারু ও রাজীব। ২০২১ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান কন্যা জ়িয়ানা। তারপর সমস্যা শুরু হয়। কিছু মাস আগেও সম্পর্ক তিক্তই ছিল। আইনীভাবে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছিল রাজীব-চারুর। ডিভোর্স পেপারে সই করে ফেলেছিলেন তাঁরা। কন্যা জ়িয়ানার এখন এক বছরও বয়স হয়নি। এই জ়িয়ানার জন্যই নাকি চারু-রাজীবের একে-অপরের কাছে ফিরে আসা। সুস্মিতার বাবা-মায়ের সঙ্গে মুম্বইয়ে তাঁদের বাড়িতে দিন দুই আগে গণেশ চতুর্থীও পালন করেছেন চারু-রাজীব। হাতে হাত ধরে।

এক সূত্র বলেছেন, “আমরা যাঁরা ওদের নিকট বন্ধু, আমাদের কাছে বিষয়টা খুবই আশ্চর্যের। আমরা কেউ ভাবতেও পারিনি আইনি কাগজপত্রে সই করার পরও মিলে যাবে রাজীব-চারু। অনেকদিন থেকে চারু রাজস্থানেই ছিল। ওদের ঝামেলা হলে রাজীব দিল্লিতে বাবা-মায়ের কাছে চলে আসত। চারু থাকত মুম্বইতেই। কিছুদিন আগে চারু বলেছিল, ও গোরেগাঁওয়ের বাড়ি ছেড়ে দেবে। তখনই আমাদের মনে হয়েছিল, পরিবারই চাইছে রাজীব ও চারুর মধ্যে সমস্যা মিটে যাক। জ়িয়ানা এখন অনেক ছোট। সকলেই বাচ্চাকে নিয়ে চিন্তিত। আমাদের ভাল লাগছে এটা ভেবে যে, জ়িয়ানার কথা মাথায় রেখে চারুরা এক হচ্ছে। এর জন্য সুস্মিতা ও রাজীবের বাবা-মায়ের অনেক হাত রয়েছে।”