Swara Samrat Festival: ফের শহরে বেজে উঠবে সুর; শুরু হচ্ছে স্বর সম্রাট উৎসব
Indian Classical Music: আগামী ১৫ ডিসেম্বর (২০২২, বৃহস্পতিবার) থেকে কলকাতায় শুরু হতে চলেছে 'স্বর সম্রাট উৎসব'। চলবে ১৮ ডিসেম্বর, অর্থাৎ রবিবার পর্যন্ত।

শীতের কলকাতায় শুরু হয়েছে একের পর-এক সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের কালচারাল ক্যাপিটলে এটাই চেনা চিত্র প্রতি বছরের। মাঝে দু’বছর করোনার দাপটের কারণে বাধা পড়েছিল সব কিছুতেই। কিন্তু সেই গ্লানি কাটিয়ে নতুনভাবে সেজে উঠছে শহর-সুন্দরী। আগামী ১৫ ডিসেম্বর (২০২২, বৃহস্পতিবার) থেকে কলকাতায় শুরু হতে চলেছে ‘স্বর সম্রাট উৎসব’। চলবে ১৮ ডিসেম্বর, অর্থাৎ রবিবার পর্যন্ত।
প্রতিবছরের মতো এ বছরও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যজগতের কিংবদন্তিরা যোগদান করবেন এই উৎসবে। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত হবে এই উৎসব। উৎসবকে আরও বেশি আলোকিত করতে উপস্থিত থাকবেন কিংবদন্তিরা। যেমন – ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ রশিদ খান, পণ্ডিত অজয় চক্রবর্তী, ডঃ এল সুব্রহ্মণ্যম, নীলাদ্রি কুমার, রাকেশ চৌরাসিয়া, পণ্ডিত বিশ্ব মোহন ভাট, পণ্ডিত স্বপন চৌধুরী, পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, পণ্ডিত কুমার বসু, গুরু রাম বৈদ্যনাথন, পণ্ডিত তরুণ ভট্টাচার্য, ওস্তাদ আলম খান, ওঙ্কার দাদরকর, ইন্দ্রয়ুদ মজুমদার, মঞ্জুষা পাটিল এবং মালিনী আবস্তি। এ বছর স্বর সম্রাট ফেস্টিভ্য়াল উদযাপন করবে কিংবদন্তি সরোদ বাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের গুরু স্বর সম্রাট ওস্তাদ আলি আকবর খান সাহেবের ১০০ তম জন্মবাষির্কী।
এই বারই প্রথম কলকাতার বিখ্যাত স্বর সম্রাট ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছে এবং হবে আরও তিনটি শহরে – দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুতে। দিল্লিতে এই উৎসব পালিত হয়েছে জুলাই মাসে। বেঙ্গালুরুতে আয়োজিত হবে জানুয়ারি মাসের ১৪ এবং ১৫ তারিখে। মুম্বইয়ে পালিত হবে ফেব্রুয়ারি মাসের ১১ এবং ১২ তারিখে।
