Bolly Gossip: কাপুর পরিবারে ভাঙনের সুর, দীর্ঘ সম্পর্ক ভাঙল কাদের?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 06, 2023 | 4:29 PM

Bolly Gossip: খাতায় কলমে না হলেও কাপুর পরিবারের অংশ প্রায় হয়েই গিয়েছিলেন অভিনেত্রী তারা সুতারিয়া। জন্মদিনের পার্টি থেকে শুরু করে নানা অনুষ্ঠানে অংশ নিতেন সকলের সঙ্গে। হাজার হোক আদর জৈনের প্রেমিকা বলে কথা! কিন্তু এ কী! বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমের পর ভেঙে গেল তাঁদের সম্পর্ক।

Bolly Gossip: কাপুর পরিবারে ভাঙনের সুর, দীর্ঘ সম্পর্ক ভাঙল কাদের?
কাপুর পরিবারের সঙ্গে আদর-তারা।

Follow Us

খাতায় কলমে না হলেও কাপুর পরিবারের অংশ প্রায় হয়েই গিয়েছিলেন অভিনেত্রী তারা সুতারিয়া। জন্মদিনের পার্টি থেকে শুরু করে নানা অনুষ্ঠানে অংশ নিতেন সকলের সঙ্গে। হাজার হোক আদর জৈনের প্রেমিকা বলে কথা! কিন্তু এ কী! বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমের পর ভেঙে গেল তাঁদের সম্পর্ক। নিজের মুখে এই কথা স্বীকার করেছেন তারা। বিয়ের প্রশ্ন আসতেই সকলের সামনে বলেছেন, “আমি কোনও সম্পর্ক নেই”। ভক্তদের মাথায় হাত! হঠাৎ কী হল দু’জনের মধ্যে? নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি তাঁরা। আদরের জন্মদিনেও করেছিলেন এক মিষ্টি পোস্ট। তবে সেই মিষ্টতা আর রইল না সম্পর্কে। একে অপরের সম্মতিক্রমেই আলাদা হয়ে গিয়েছেন তাঁরা। যদিও বন্ধুত্ব বজায় রাখবেন বলেই নাকি ঠিক করেছেন দু’জন। তারা ও আদরের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে এমনটাই। সে যাই হোক, আদর জৈন ও কাপুর পরিবারের যোগসূত্র জানেন?

আদর হলেন রণবীর কাপুরের পিসির ছেলে। আদরের মা রীমা কাপুর (জৈন) রাজ কাপুরের মেয়ে। অর্থাৎ ঋষি-রণধীর এঁরা হলেন আদরের মামা। আদর-তারার ব্রেকআপ হতেই মন খারাপ সকলের। তবে সত্যি যে মেনে নিতেই হয়। ২০১৭ সালে বলিউডে ডেবিউ করেন আদর। ওই একই সময় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ হয় তারার। যদিও দু’জনের কারও ছবিই হিট হয়নি বক্সঅফিসে।

তারা-আদর 

Next Article