Painting: তারার নতুন ট্যালেন্ট, দেখে চমকে গেলেন ভক্তরা, মাঝ আকাশে এ কী করলেন অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 11, 2022 | 9:36 AM

Tara Sutaria: ঝড়ের গতিতে যা হয়ে উঠল ভাইরাল। চারকোল দিয়ে আঁকা একাধিক ছবি শেয়ার করে নিলেন তারা। ১১ বছর বয়স থেকে আঁকার সঙ্গে সফর শুরু তারার।

Painting: তারার নতুন ট্যালেন্ট, দেখে চমকে গেলেন ভক্তরা, মাঝ আকাশে এ কী করলেন অভিনেত্রী

Follow Us

তারা সুতারিয়া, বলিউডে একের পর এক ভাল ছবি করলেও বক্স অফিসের নিরিখে এখনও নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি তিনি। করণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখা। স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি। একই ছবি থেকে বলিউড পেয়েছিল অনন্যা পান্ডেকেও। প্রথম ছবিতে বোল্ড লুকে ধরা দিয়ে সকলের নজরের কেন্দ্রে এসেছিলেন তিনি। তারপর একের পর এক ছবি তালিকায় ছিল তারার। মলঙ্গ থেকে শুরু করে হিরোপান্থি ২। তবে একটি ছবিও আর সেভাবে বক্স অফিসে সফর হয়নি।

তাই তারা ভক্তদের মনে বেশ আক্ষেপ। তবে ভক্তদের নিরাশ না করেই এই সেলেব ডিভা এবার চমকে দিলেন সকলকেই। তারা ভাল নাচে, সেই ট্যালেন্টের কথা মক বেশি সকলেরই জানা। কিন্তু তারা যে এত সুন্দর আঁকতে পারেন, তা হয়তো অনেকেরই অজানা। মাঝে মধ্যে সেলেবরা তাঁদের এই লুকোনো ট্যালেন্ট সামনে তুলে আনেন। যা দেখা মাত্রই প্রশংসার ঝড় বয়ে যায় নেট দুনিয়ার পাতায়। তারার ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। সলমন খানও খুব ভাল ছবি আঁকতে পারেন। এক এক সময় নিজেই নিজের ছবি আঁকার ভিডিয়ো তৈরি করে তা শেয়ার করে থাকেন।

তারাও এবার ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন, তেমনই একটি ছবি। তবে বাড়ি বসে নয়, মাঝ আকাশে বিমানে বসে একটি আস্ত পেইন্টিং বানিয়ে ফেললেন তারা। ঝড়ের গতিতে যা হয়ে উঠল ভাইরাল। চারকোল দিয়ে আঁকা একাধিক ছবি শেয়ার করে নিলেন তারা। ১১ বছর বয়স থেকে আঁকার সঙ্গে সফর শুরু তারার। ১৮-১৯ বছর পর্যন্ত এঁকেছেন তিনি। তারপর ছবির সঙ্গে যুক্ত হওয়া। বর্তমানে আবারও আঁকায় ফিরতে চান তারা। নিজেই লিখলেন, আবারও ফিরবেন তিনি তাঁর এই ভালবাসার কাছে। কখনও মহিলার আবেগ, মুখের অবয়ব, কখনও আবার চোখ-পায়ের অনবদ্য স্কেচ, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে এঁকেছেন তিনি মন খুলে। ফিরলেন সেই স্মৃতির পাতায়।

Next Article