Actor Suicide: টলিউডে আবারও আত্মহত্যা অভিনেতার, মাত্র ৩৩-এই স্তব্ধ প্রাণ

Actor Suicide: প্রয়াত তরুণ অভিনেতা সুধীর শর্মা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। তেলুগু ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম ছিল সুধীর।

Actor Suicide: টলিউডে আবারও আত্মহত্যা অভিনেতার, মাত্র ৩৩-এই স্তব্ধ প্রাণ
মাত্র ৩৩-এই স্তব্ধ প্রাণ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2023 | 7:45 PM

টলিউড (তামিল-তেলুগুসহ দক্ষিণী ছবির দুনিয়া) ইন্ডাস্ট্রিতে আবারও খারাপ খবর। প্রয়াত তরুণ অভিনেতা সুধীর বর্মা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। তেলুগু ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম ছিল সুধীর। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ভক্তরা। কেন আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তিনি? পরিবার সূত্রে জানা যাচ্ছে, বিগত বেশ কিছু সময় ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই অভিনেতা। আশানুরূপ চরিত্র মিলছিল না কিছুতেই। চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ঠিকই কিন্তু সাফল্য ছিল অধরাই। পরিবারের তরফে আরও জানা গিয়েছে, ভাইজাগে নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন তিনি। আজ অর্থাৎ মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

তেলুগু ছবি ‘কুন্দানাপু বোম্মা’ ‘নিকু নাকু দস দস’-এ অভিনয় করতে দেখা গিয়েছেন তাঁকে। তাঁর মৃত্যুতে শোকে কাতর ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীরাও। ‘কুন্দানাপু বোম্মা’ ছবিতে তাঁর সহঅভিনেতা সুধাকর কোমাকুলা তাঁর বেশ কিছু ছবি শেয়ার করে লিখেছেন, “সুধীর ভীষণ একজন ভাল মানুষ ছিলেন। তোমার সঙ্গে কাজ করে ভীষণ ভাল লেগেছে। তুমি আর নেই, এ আমি ভাবতেই পারছি না। ওম শান্তি।” পরিচালক ভেঙ্কি কুদুমুলাও স্মরণ করে নিয়েছে অভিনেতাকে। লিখেছেন, “কখনও কখনও হাসির পিছনেই দুঃখ লুকিয়ে থাকে। বাকিদের মধ্যে যে ঠিক কী চলছে তা কিছুতেই আমরা বাইরে থেকে বুঝতে পারি না। দয়া করে সহমর্মী হন, ভালবাসা ছড়িয়ে দিন। তোমায় মিস করব সুধীর। এমন কাজ করে মোটেও ঠিক করনি।”

ইন্ডাস্ট্রিতে আত্মহত্যার ঘটনা নতুন নয়। গত বছর বাংলা ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা পল্লবী দে’র মৃত্যু অবাক করে দিয়েছিল সকলকে। কিছুদিন আগেই সিরিয়ালের সেটেই ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দিয়েছেন অভিনেত্রী তুনিশা শর্মা। এবার চলে গেলেন সুধীরও। এই মৃত্যুর শেষ কোথায়?