Suicide Case: আবার আত্মহত্যা! ভিডিয়োয় কারণ জানিয়ে নিজেকে শেষ জনপ্রিয় কোরিওগ্রাফারের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 01, 2023 | 3:25 PM

Suicide Case: ইন্ডাস্ট্রিতে আবারও এক আত্মহত্যার ঘটনা। ভিডিয়ো বার্তায় আত্মহত্যার কারণ জানিয়ে নিজেকে শেষ করলেন জনপ্রিয় কোরিওগ্রাফার চৈতন্য। বয়স হয়েছিল ৩০ বছর।

Suicide Case: আবার আত্মহত্যা! ভিডিয়োয় কারণ জানিয়ে নিজেকে শেষ জনপ্রিয় কোরিওগ্রাফারের
নিজেকে শেষ জনপ্রিয় কোরিওগ্রাফারের

Follow Us

 

 

ইন্ডাস্ট্রিতে আবারও এক আত্মহত্যার ঘটনা। ভিডিয়ো বার্তায় আত্মহত্যার কারণ জানিয়ে নিজেকে শেষ করলেন জনপ্রিয় কোরিওগ্রাফার চৈতন্য। বয়স হয়েছিল ৩০ বছর। তেলুগু ডান্স রিয়ালিটি শো ‘ধী’-এর মাধ্যমে যিনি পরিচিতি লাভ করেছিলেন। আত্মহত্যার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বাজারে প্রচুর দেনা হয়ে গিয়েছিল তাঁর। তা মেটাতে না পারার কারণেই চরম পদক্ষেপ করেছেন তিনি। মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে যে ভিডিয়ো বার্তাটি তিনি শেয়ার করেছিলেন তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “পয়সার ভারে আমি নিজের ভাল সত্ত্বা হারিয়ে ফেলেছি। শুধু যে ধার নিলাম তাতেই তো সব কিছু হয়ে যায় না। তা মেটানোর মতো অবস্থাও থাকতে হয়। আজ আমার শেষ দিন। আমার ঋণ নেওয়ার কারণে যে সমস্যাগুলির সৃষ্টি হয়েছে, সেগুলি আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না।” ভিডিয়োটি শেয়ার করে এক টুইটারেত্তি লিখেছেন, “এটা তোমার থেকে আশা করিনি। আত্মহত্যা কি কখনও কোনও উপায় হতে পারে? আত্মঘাতী হতে অনেক সাহস লাগে। সেই সাহস দিয়ুএ জীবনের সমস্যার সমাধান করতে পারতেন। ভীষণ রাগ হচ্ছে। ভীষণ দুঃখ হচ্ছে।” অল্প বয়সেই নৃত্যশৈলীর জন্য ওই ইন্ডাস্ট্রিতে বেশ সুনাম কুড়িয়েছিলেন তিনি। কেন তিনি এভাবে শেষ করে দিলেন? সেই প্রশ্নই ঘুরছে সকলের মনে।

বিগত বেশ কিছু সময় ধরে গ্ল্যামার দুনিয়ায় আত্মহত্যার ঘটনা যেন বেড়েই চলেছে। কিছু মাস আগেই মৃত্যু হয়েছে অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। তাঁর মৃত্যুও আত্মহত্যা বলেই অনুমান পুলিশের। শুধু তাই নয়, সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে টলিপাড়ায় পল্লবী দে’র মৃত্যু– সামনে এসেছে হতাশা, কাজ না পাওয়ার মতো ঘটনা। গত বছরের ডিসেম্বরে মৃত্যু হয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। তাঁর প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেন নায়িকার মা। প্রেমিক সিজান খান গ্রেফতারও হন, আপাতত তিনি জামিনে মুক্ত।

 

Next Article