এ এক চাঁদের হাট। এ এক তারাদের সম্মান জানানোর আসর। TV9 বাংলার প্রথম প্রয়াস, ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৩। শহরের বুকে একরাশ তারকাদের, তাঁদের নিজ-নিজ কর্মের জন্য সম্নানিত করলাম আমরা। সেরা ওয়েব সিরিজ, সেরা মেগা সিরিয়াল থেকে সেরা ইউটিউবার (Youtuber), বাদ গেলেন না কেউ-ই। সেরার সেরাদের বেছে নিল TV বাংলা। কার হাতে উঠল সেরা ইউটিউবারের শিরোপা? আসুন জেনে নেওয়া যাক…
বর্তমানে ইউটিউব একটি স্বতন্ত্র গণমাধ্যম। চেনা ছকের বাইরে বেরিয়ে দর্শকদের প্রতিনিয়ত আনন্দ দিয়ে যাচ্ছে যে মাধ্যম। বর্তমান প্রজন্মতো রয়েছেই, সেই সঙ্গে সব বয়সের মানুষই কমবেশি চোখ রাখেন এই মাধ্যমে। এবার সেই অতি জনপ্রিয় মাধ্যমের সেরাকেই বেছে নিলাম আমরা। কে পেলেন এই অ্যাওয়ার্ড?
ইউটিউব জগতে যাঁর অবাধ বিচরণ। যাঁর ঝুলি খুললেই বের হয়ে আসে হাসির নিত্য নতুন সব ভিডিয়ো। তিনি আর কেউ নন, সকলের প্রিয় বং গাই ওরফে কিরণ দত্ত। এবার সেরা ইউটিউবারের অ্যাওয়ার্ড তুলে দেওয়া হল সোশ্যাল মিডিয়া সেনসেশন বং গাই-এর হাতে। তাঁকে মঞ্চে ডেকে নিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যও। কিরণের হাতে পুরস্কার তুলে দিলেন তিনিই।
পুরস্কার পেয়ে আবেগে ভাসছেন দ্য বং গাই। অ্যাওয়ার্ড হাতে নিয়ে বললেন, ” এটা সম্ভবত আমার প্রথম অ্যাওয়ার্ড, ইউটিউবের প্লে বোতাম বাদে। আমার বংশে কেউ এই বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। এটা আমি কোনওদিন ভাবিনি আমার কেরিয়ার হবে, অ্যাওয়ার্ডতো দূরের কথা। প্রথম সেলফি, প্রথম খবরের কাগজে নাম, প্রথম সবকিছুর মতো এটাও আমার সারাজীবন মনে থেকে যাবে।”