Claire Foy: ‘আমাকে তোমার বয়ফ্রেন্ড বানাও’, আর্জি জানিয়ে এই অভিনেত্রীকে ১,০০০টি মেইল পাঠিয়েছেন এক ব্যক্তি
The Crown: বেশ সমস্যায় আছেন অভিনেত্রী। আপাতত ২২ জুলাইয়ে দিকে তাকিয়ে আছেন তিনি।
নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘দ্য ক্রাউন’-এ তরুণী রানির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ক্ল্যারি ফয়। তাঁর এক নাছড়বান্দা স্টকার জুটেছে কপালে। সে ১,০০০টিরও বেশি মেইল পাঠিয়েছে ৩৮ বছরের অভিনেত্রীকে। গত বছর নভেম্বর-ডিসেম্বর নাগাদ জেসন পেনরোজ় নামের এক ব্যক্তির নিশানায় এসেছিলেন ক্ল্য়ারি। তার ঠিকানা হিসেবে পেনরোজ় হাইগেট মেন্টাল হেল্থ সেন্টারের নাম বলেন। বৃহস্পতিবার তাকে লন্ডনের হাইবারি কর্নার ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়।
মেট্রোপলিটন পুলিশের তরফে রোসা বেন্নাথান জানিয়েছিলেন, এসপিও, অর্থাৎ সম্পূর্ণ স্টকিং প্রোটেকশন অর্ডার আনা হয়েছে পেনরোজ়ের বিরুদ্ধে। ২০২১ সালের অগস্ট ও সেপ্টেম্বর মাসে অভিনেত্রী ক্ল্যারি ফয়ের মুখপাত্রকে মেইল পাঠিয়েছিল পেনরোজ়। বলেছিল, সে নাকি একজন পরিচালক এবং প্রযোজক। ক্ল্যারিকে নাকি সে তার পরের ছবিতে কাস্ট করতে চায়।
সে সময় ক্ল্যারি সরাসরি জানিয়ে দেন তিনি পেনরোজ়কে চেনেন না। তারপর নভেম্বরের ২ তারিখ থেকে লাগাতারভাবে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পেনরোজ় ক্ল্যারিকে ১,০০০-এরও বেশি মেইল পাঠিয়েছে। অভিনেত্রীর বোনের সঙ্গে কথা বলেছে। ক্ল্যারির ঠিকানা খুঁজে বের করেছে। একই ভাবে অভিনেত্রী এমা জ্যাকসনের কাছেও মেইল গিয়েছে।
বেন্নাথান বলেছেন, “স্টকিংয়ের একাধিক প্রমাণ মিলিয়েছে। বিষয়টি ক্ল্যারি ফয়ের ক্ষেত্রে সমস্যা ডেকে আনতে পারে। এই অর্ডার বের করে আমরা ক্ল্যারিকে সুরক্ষা দিতেই চেয়েছি।”
২২ জুলাই ফের আদালতে তোলা হবে পেনরোজ়কে। এসপিও সম্পূর্ণভাবে লাঘু হবে কি না, সেদিনই জানা যাবে।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী ক্ল্যারি ফয়। পেয়েছেন দুটি অ্যামি অ্যাওয়ার্ড। এই মুহূর্তে বেশ সমস্যায় আছেন তিনি। আপাতত ২২ জুলাইয়ের দিকে তাকিয়ে আছেন তিনি।