Jatra of Bengal: কোভিড বিধি মেনে যাত্রা করার অনুমতি দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: সংগ্রামী যাত্রা প্রহরির যুগ্ম সম্পাদক অনুভব দত্ত

প্রাণে খানিকটা হলেও বল ফিরে পেয়েছেন বাংলার যাত্রা শিল্পীরা।

Jatra of Bengal: কোভিড বিধি মেনে যাত্রা করার অনুমতি দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: সংগ্রামী যাত্রা প্রহরির যুগ্ম সম্পাদক অনুভব দত্ত
বাংলায় যাত্রা।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2022 | 12:41 PM

করোনার নিয়মবিধি পালন করে যাত্রা করতে চাইছেন বাংলার যাত্রা শিল্পীরা। এই করোনার সময়তেও। চাইবেন নাই বা কেন। একদিকে শিল্পকে বাঁচানো, অন্যদিকে পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়া। হাজার হাজার দর্শকের সামনে পারফর্ম করাও একপ্রকার ঝুঁকির কাজ। নিয়ম মেনে যাত্রা করলেও কিছু কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছেন শিল্পীরা। তাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাতে চেয়েছিলেন তাঁরা। গত ৮ জানুয়ারি, ২০২২, ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগামী ১১ জানুয়ারি যাত্রা অ্যাকাডেমির সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সেটি আপাতত স্থগিত। TV9 বাংলার সঙ্গে যোগাযোগ করে এই কথাই জানিয়েছেন সংগ্রামী যাত্রা প্রহরির যুগ্ম সম্পাদক অনুভব দত্ত। সেই সঙ্গে জানিয়েছেন একটি আনন্দের সংবাদও।

তিনি বলেছেন, “আনন্দের ব্যাপার সরকারের উপর মহল থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে, কোভিড বিধি মেনে যাত্রা করার অনুমতি দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। ফলে অনেকটা সেই কারণেই আগামী ১১ জানুয়ারি এই অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত রাখা হচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদের জানাব।”

সংকটে যাত্রা জগৎ। করোনাকালে অনেকদিন ধরেই শো বন্ধ ছিল তাঁদের। দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই কাজে ফিরেছিলেন যাত্রার কর্মীরা। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি ফের খানিকটা টালমাটাল। ফের যাত্রার শো বন্ধের মুখে। যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে বাধাগ্রস্থ হচ্ছেন যাত্রার কর্মীরা। সেই কারণেই আজ শনিবার একটি ত্রিপাক্ষিত বৈঠক হয় বাগবাজার যাত্রা মঞ্চে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন যাত্রার তিনটি সংগঠনের সদস্যরা।

যাত্রা জগতের কর্মী ও শিল্পীরা তাঁদের দুর্দশার খবর মাননীয়ার কাছে জানাতে চান। মুখ্যমন্ত্রীর উত্তরের অক্ষেপায় রয়েছেন তাঁরা। তিনি যা সিদ্ধান্ত নেবেন তার উপর ভিত্তি করেই কাজ এগোবেন তাঁরা।

আরও পড়ুন: Jatra: ‘যাত্রা করে বাঁচতে চাই’, শান্তিপূর্ণ পদযাত্রা, মুখ্যমন্ত্রীকে চিঠিতে আর্জি জানাবে বাংলার যাত্রা জগৎ