Oscar 2023: অস্কারে মনোনীত হওয়ার দৌড়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘কান্তারা’, ‘আরআরআর’-এর মতো একাধিক ভারতীয় ছবির

Indian Films in Oscars: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৩০১টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে এই ভারতীয় ছবিগুলি। মঙ্গলবার ঘোষিত হয়েছে সেই তালিকা। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৪ জানুয়ারি।

Oscar 2023: অস্কারে মনোনীত হওয়ার দৌড়ে দ্য কাশ্মীর ফাইলস, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, কান্তারা, আরআরআর-এর মতো একাধিক ভারতীয় ছবির

| Edited By: Sneha Sengupta

Jan 10, 2023 | 4:27 PM

গত বছরের ভারতীয় ব্লকবাস্টার ছবি এসএস রাজামৌলীর ‘আরআরআর’, আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’, ঋষভ শেট্টির কন্নড় ছবি ‘কান্তারা’ এবং ভারতের এবারের অস্কারের অফিশিয়াল এন্ট্রি ‘ছেলো শো’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৩০১টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। মঙ্গলবার ঘোষিত হয়েছে সেই তালিকা। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৪ জানুয়ারি।

মরাঠি ছবি ‘মে ভাসানট্রাও’ এবং ‘তুজ্যা সাথি কহি হি’, আর মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’, ‘ইরাভিন নিজ়াল’ এবং কন্নড় ছবি ‘বিক্রান্ত রোনা’ও রয়েছে সেই তালিকায়। সৌনক সেনের ডকুমেন্টারি ‘অল দ্যাট ব্রিদস’ এবং কার্তিকী গনজ়ালভেসের ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ও জায়গা করে নিয়েছে লিস্টে।

 

এই খবরে আনন্দ যেন ধরছেই না ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। তিনি টুইট করে লিখেছেন, “এটা ভারতীয় ছবির জন্য একটা দারুণ বছর”। টুইটে তিনি আরও লিখেছেন, “পল্লবী যোশী, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, অনুপম খের অস্কারের সেরা অভিনেতার তালিকায় জায়গা পেয়েছেন। এটা কেবলই একটা শুরু। অনেক দূর যেতে হবে। সকলকে আশীর্বাদ করবেন।”