AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

The Kerala Story: নিষিদ্ধ হওয়ার আগে বঙ্গে কেমন ব্যবসা করেছে ‘দ্য কেরালা স্টোরি’? রইল হিসেব…

The Kerala Story: প্রশ্ন হল, নিষিদ্ধ ঘোষিত হওয়ার আগে গত তিন দিন ধরে কেমন ব্যবসা করছিল ছবিটি? বাংলার ক'টা হলে মুক্তি পেয়েছিল তা? TV9 Bangla কথা বলেছিল, শহর ও শহরতলির বেশ কিছু হল মালিকদের সঙ্গে। কী উঠে এল?

The Kerala Story: নিষিদ্ধ হওয়ার আগে বঙ্গে কেমন ব্যবসা করেছে ‘দ্য কেরালা স্টোরি’? রইল হিসেব...
কেন এ রাজ্যে নিষিদ্ধ ছবিটি? কী রয়েছে সেখানে?
| Edited By: | Updated on: May 09, 2023 | 2:55 PM
Share

বিহঙ্গী বিশ্বাস  

 

বঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। তা নিয়ে হচ্ছে বিক্ষোভ। চলছে নানা আলোচনা, চলছে রাজনৈতিক তরজাও। প্রশ্ন হল, নিষিদ্ধ ঘোষিত হওয়ার আগে গত তিন দিন ধরে কেমন ব্যবসা করছিল ছবিটি? বাংলার ক’টা হলে মুক্তি পেয়েছিল তা? TV9 Bangla কথা বলেছিল, শহর ও শহরতলির বেশ কিছু হল মালিকদের সঙ্গে। কী উঠে এল? ‘অজন্তা’ সিনেমা হলের কর্ণধার শতদীপ সাহা জানাচ্ছেন, তাঁদের হলে মুক্তি পেয়েছিল ছবিটি। আর তিন দিনে বেশ ভালই ব্যবসা হয়েছে। আয় আনুমানিক দেড় লক্ষ টাকা। শতদীপের কথায়, “সমসাময়িক মুক্তি প্রাপ্ত ছবিগুলির তুলনায় ভাল ব্যবসা করেছে। যদিও সরকারের নির্দেশিকা আসার পর থেকে ছবিটি আর আমাদের হলে চলছে না।”

অন্যদিকে ‘জয়া’ সিনেমা হলের কর্ণধার মনোজিৎ বণিকও শতদীপের সুরেই সুর মিলিয়েছেন। তিনিও জানিয়েছেন, তাঁর প্রেক্ষাগৃহেও এই ছবি বেশ ভালই ব্যবসা করেছে। তিনি বলেন, “ওই দু লক্ষের মতো আয় হয়েছে। খারাপ না, ভালই। অনেকেই অগ্রিম টিকিট কেটে ফেলেছিলেন। তাঁদের ইতিমধ্যেই টাকা ফেরত দিয়েছি আমরা। সরকারি নির্দেশ তো মানতেই হবে। একদিকে যখন শতদীপ-মনোজিৎরা ভাল ব্যবসার কথা বলছেন তখন উত্তর কলকাতার শহরতলি বেলঘরিয়ার রূপমন্দির সিনেমা হলে এই ছবিকে কেন্দ্র করে ঘটে গিয়েছে অনভিপ্রেত ঘটনা। সিনেমা হলের সামনেই ক্ষোভে ফেটে পড়েন ওই ছবি দেখতে আসা দর্শকদের একটা বড় অংশ। প্রশ্ন তোলেন, এই ছবির নিষিদ্ধ করার যৌক্তিকতা নিয়েও। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে ঘটনাস্থলে পুলিশও এসে হাজির হয়। ঘটনা নিয়ন্ত্রণে আসে।

সিনেমাটি নিয়ে দর্শকদের ‘ক্রেজ’ কি গত তিন দিন ধরেই এমনই ছিল ওই হলে? এই প্রশ্ন খুঁজতেই আমরা যোগাযোগ করেছিলাম হল মালিক শান্তনু রায়চৌধুরীর সঙ্গেও। শান্তনুর কথায়, “গত তিন দিনে খুব ভাল ব্যবসা হয়েছে এমনটা বলতে পারি না। ৫৫% -এর মতো হল ভর্তি ছিল। তবে আজ সকালে যা হল তা একেবারেই অনভিপ্রেত। অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। ভাঙচুরের ফলে অনেক জিনিস নষ্ট হয়েছে।” এরই পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কলকাতার জনপ্রিয় হলের এক মালিকের কথায়, “সরকারের এই সিদ্ধান্তে আমাদের কিন্তু ক্ষতি হল। ভালই চলছিল। কিন্তু আজ থেকে আবার সব বন্ধ।”

দেশ জুড়ে চর্চার কেন্দ্রে বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এই ছবি সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবার সেই সিনেমা নিয়ে বিতর্ক পৌঁছল সুপ্রিম কোর্টে। আগামী ১৫ মে মামলাটি শুনবে শীর্ষ আদালত। কেরল হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চে হবে সেই আবেদনের শুনানি। মামলাকারীর তরফে কপিল সিবল জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন।