
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা খুব একটা ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলা পছন্দ করেন না। বারে বারে নিজেদের বিষয় তাঁরা এড়িয়ে গিয়ে কেবল মাত্র আলোচ্য বিষয়ের ওপরই ফোকাশ করতে পছন্দ করেন। তবে সম্প্রতি এক পডকাস্টে এসে সংসার নিয়ে, সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা গেল বিরাট কোহলিকে। অনুষ্কার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ ঠিক কতটা মজবুত তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে সন্তান জন্মের পর পাল্টে গিয়েছে অনেক কিছুই। মা হিসেবে অনুষ্কা কেমন? সেই প্রসঙ্গে মুখ খুললেন ক্রিকেটার। সন্তান জন্মের দুবছর পর অনুষ্কাকে ঠিক কত পয়েন্ট দিলেন ক্রিকেটার!
বিরাট কোহলি জানালেন তাঁর জীবন সম্পূর্ণটাই পাল্টে গিয়েছে অনুষ্কার সংস্পর্শে আসার পর। RCB podcast-এ বিরাট জানান, গত দুবছরে জীবন অনেকটা পাল্টেছে। আমাদের একটা সন্তান আছে এখন। মা হিসেবে অনুষ্কার ত্যাগ অনেক বড়। ওর দিকে তাকিয়ে ভাবি আমার সমস্যা তো কোনও সমস্যাই নয়। আর যদি আশা করার কথাই বলতে হয়, তুমি যেমন তোমার পরিবার যদি তোমায় সেভাবেই গ্রহণ করে নেয়, ভালবাসে, তবে তার থেকে সুখের আর কী থাকতে পারে।
এখানেই শেষ নয়, বিরাট আরও জানান, যখন অনুপ্রেরণার প্রসঙ্গ আসে, তখন প্রথম বাড়ির কথায় মনে পড়ে আমার। অনুষ্কাকে দেখে আমি অনুপ্রাণিত হয়ে থাকি। আমার জীবন দর্শক ছিল সম্পূর্ণ ভিন্ন। যখন কেউ কাউকে ভালবাসতে শুরু করে, তাঁর বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে গড়ে তোলা শুরু করে। আমিও আমার জীবনের দর্শন পাল্টাতে থাকি।
বিয়ের পর থেকেই পাল্টে যায় অনুষ্কার কেরিয়ার গ্রাফ। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিলেও বর্তমানে তিনি কেবলই সংসার করতেই ব্যস্ত। খুব একটা বড় প্রজেক্টে যুক্ত হতে দেখা যাচ্ছে না তাঁকে। বা মুঠো মুঠো কাজের প্রস্তাব নিয়ে যে নিত্য দিন তিনি চর্চা করছেন, তেমনটাও নয়। তাই তাঁর ত্যাগকেই এগিয়ে রাখলেন বিরাট।