Pushpa 2 Teaser: ‘পুষ্পা জিন্দা হ্যায়’, গলায় মালা, নাকে নথ, টিজ়ারে আল্লুকে দেখে ঝড় নেটাপাড়ায়

Pushpa 2: পুলিশ পুষ্পার খোঁজ করতে গিয়ে জঙ্গলে বসিয়ে দেয় সিসিটিভি। আর তাতেই ধরা পড়ে আল্লু অর্জুনের লুক।

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 08, 2023 | 10:36 AM

পুষ্পা কোথায়? বেশকিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড়ে তোলে এই একটাই প্রশ্ন। বারে বারে ভক্তদের নজরে আসতে থাকা এই পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। তবে কি পুষ্পা মারা যাবে এই আগামী পর্বে। পুষ্পা ছবি করোনার পর সর্বাধিক বক্স অফিস কালেকশনে নজর কেড়েছিল। পাশাপাশি নজর কাড়ে আল্লু অর্জুনের লুকও। ছবি মুক্তির পরই প্যান ইন্ডিয়ায় আল্লু অর্জুনের ভক্তের সংখ্যা বেড়ে হয় ১০গুণ। তবে থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা, কবে আসবে পুষ্পা ২ ছবি? ২০২২ সালের মাঝেই শোনা গিয়েছিল খবর। শুরু হতে চলেছে ছবির কাজ। এরপরই বছর শেষে তড়িঘড়ি শুটিং ফ্লোরে ফেরেন আল্লু অর্জুন ও গোটা টিম। তারপরই শুরু দক্ষযজ্ঞ। ভক্তরা পলক গুনতে থাকে কবে আসবে এই ছবির লুক।

না, এবার কেবল লুকই নয়, সঙ্গে মুক্তি পেল ছবির টিজ়ারও। পুষ্পা ২ ছবিতে যে আল্লু অর্জুনকে আরও এক কদম এগিয়ে শক্তিশালী সুপারস্টার হিসেবে উপস্থাপনা করা হচ্ছে, মিলল তার আভাস। তিন মিনিটের বেশি এই ছবির টিজ়ারের শুরুটাই হল পুষ্পার খোঁজ দিয়ে। সর্বত্র তোলপাড়, আটটা গুলি লেগেছে পুষ্পার গায়ে, কীভাবে বাঁচবেন তিনি? একমাসের খোঁজ যখন ইতি তখন অনেকেই মনে করতে শুরু করেছে পুষ্পা মৃত। তারপর?

টিজ়ানের অর্ধেকটা চলে যায় এই গল্প বুঁনতেই। এরপরই চমক আসে সামনে। চিত্রনাট্য অনুযায়ী পুলিশ পুষ্পার খোঁজ করতে গিয়ে জঙ্গলে বসিয়ে দেয় সিসিটিভি। আর তাতেই ধরা পড়ে আল্লু অর্জুনের লুক। কোনও এক অজ্ঞাত ব্যক্তিকে দেখে বাঘ দুই কদম পিছিয়ে যায়। সকলেই অনুমান করে নেন ইনি পুষ্পাই। তারপর আল্লু অর্জুনের সেই ব্লকবাস্টার লুক। সাদা কালো ফ্রেমে পিছন ফিরে নিজের স্টাইলে যেই দাড়িতে হাত দিলেন অমনি সকলের মধ্যে চেনা উচ্ছ্বাস। একইভাবে আবেগে ভাসল নেটিজ়েন থেকে শুরু করে পুষ্পা ভক্তরা। ছবির এই টিজার এক ধাক্কায় ভক্তদের খিদে বেশ খানিকটা বাড়িয়ে দিল। এখন কেবল ছবি মুক্তির অপেক্ষা।

পুষ্পা কোথায়? বেশকিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড়ে তোলে এই একটাই প্রশ্ন। বারে বারে ভক্তদের নজরে আসতে থাকা এই পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। তবে কি পুষ্পা মারা যাবে এই আগামী পর্বে। পুষ্পা ছবি করোনার পর সর্বাধিক বক্স অফিস কালেকশনে নজর কেড়েছিল। পাশাপাশি নজর কাড়ে আল্লু অর্জুনের লুকও। ছবি মুক্তির পরই প্যান ইন্ডিয়ায় আল্লু অর্জুনের ভক্তের সংখ্যা বেড়ে হয় ১০গুণ। তবে থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা, কবে আসবে পুষ্পা ২ ছবি? ২০২২ সালের মাঝেই শোনা গিয়েছিল খবর। শুরু হতে চলেছে ছবির কাজ। এরপরই বছর শেষে তড়িঘড়ি শুটিং ফ্লোরে ফেরেন আল্লু অর্জুন ও গোটা টিম। তারপরই শুরু দক্ষযজ্ঞ। ভক্তরা পলক গুনতে থাকে কবে আসবে এই ছবির লুক।

না, এবার কেবল লুকই নয়, সঙ্গে মুক্তি পেল ছবির টিজ়ারও। পুষ্পা ২ ছবিতে যে আল্লু অর্জুনকে আরও এক কদম এগিয়ে শক্তিশালী সুপারস্টার হিসেবে উপস্থাপনা করা হচ্ছে, মিলল তার আভাস। তিন মিনিটের বেশি এই ছবির টিজ়ারের শুরুটাই হল পুষ্পার খোঁজ দিয়ে। সর্বত্র তোলপাড়, আটটা গুলি লেগেছে পুষ্পার গায়ে, কীভাবে বাঁচবেন তিনি? একমাসের খোঁজ যখন ইতি তখন অনেকেই মনে করতে শুরু করেছে পুষ্পা মৃত। তারপর?

টিজ়ানের অর্ধেকটা চলে যায় এই গল্প বুঁনতেই। এরপরই চমক আসে সামনে। চিত্রনাট্য অনুযায়ী পুলিশ পুষ্পার খোঁজ করতে গিয়ে জঙ্গলে বসিয়ে দেয় সিসিটিভি। আর তাতেই ধরা পড়ে আল্লু অর্জুনের লুক। কোনও এক অজ্ঞাত ব্যক্তিকে দেখে বাঘ দুই কদম পিছিয়ে যায়। সকলেই অনুমান করে নেন ইনি পুষ্পাই। তারপর আল্লু অর্জুনের সেই ব্লকবাস্টার লুক। সাদা কালো ফ্রেমে পিছন ফিরে নিজের স্টাইলে যেই দাড়িতে হাত দিলেন অমনি সকলের মধ্যে চেনা উচ্ছ্বাস। একইভাবে আবেগে ভাসল নেটিজ়েন থেকে শুরু করে পুষ্পা ভক্তরা। ছবির এই টিজার এক ধাক্কায় ভক্তদের খিদে বেশ খানিকটা বাড়িয়ে দিল। এখন কেবল ছবি মুক্তির অপেক্ষা।