Ranveer Singh: কন্ডোমের বিজ্ঞাপন করছেন রণবীর সিং! জানার পর কী ছিল বাবার প্রথম প্রতিক্রিয়া?

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 02, 2021 | 10:11 PM

রণবীর বেশ কয়েক বছর কন্ডোমের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১২ সালের ফোর্বস ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা এবং সংস্থার সঙ্গে চুক্তির অবসানের কারণ হতে পারে যে তিনি এখন বিবাহিত।

Follow Us

জীবনের প্রতিটি পর্বে তাঁকে সমর্থন করেছে তাঁর পরিবার বিশেষত তাঁর বাবা জগজিৎ সিং ভবানী। তবে, একটা সময় ছিল, যখন ছেলে রণবীরের হাতে ছিল একটি বড় প্রোজেক্ট, কিন্তু বাবার তাতে মত ছিল না। উল্লেখ্য প্রোজেক্টটি আসলে কন্ডোমের বিজ্ঞাপন। ২০১৪ সাল, রণবীরের কেরিয়ারের শুরুর দিকে তাঁর কাছে বিজ্ঞাপনের অফারটি আসে। এমন এক সময় যখন সাফল্যের ছোঁয়া রণবীর তখনও পাননি।

 

 

কন্ডোম এন্ডর্সমেন্ট আজও শীর্ষস্থানীয় অভিনেতাদের কাছে ট্যাবুই থেকে গিয়েছে এবং ২০১৪ সালে রণবীর সিংয়ের এই বিজ্ঞাপনটি স্বাভাবিকভাবে অনেকে বাঁকা চোখে দেখেও ছিলেন। রণবীর এই প্রসঙ্গে এক সাক্ষাৎকরে বলেন, বাবা তাঁকে জিজ্ঞেস করেছিলেন “আমি বহু অভিনেতাদের দেখি এন্ডর্সমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং টাকাপয়সাও তো ভাল। তুমি কেন করছো না?” রণবীর তখন বলেন, “ঠিকঠাক সময়ে করব। যখন আমার পক্ষে করার মতো ভাল কিছু থাকবে তখন আমি করব।” কয়েক দিন পর, রণবীর তাঁর বাবাকে কন্ডোমের বিজ্ঞাপন সম্পর্কে জানিয়ে বলেন, “আমি আমার প্রথম বিজ্ঞাপনের কাজ করতে চলেছি।” যখন তাঁর বাবা জানতে পারলেন এটি কন্ডোমের বিজ্ঞাপন ছিল তখন তাঁর কাছে বিষয়টি অপ্রীতিকর ছিল। তিনি বলেন, “সত্যি? আমার মনে হয় তুমি কী করছো তা তুমি জানো।”

 

রণবীর বেশ কয়েক বছর কন্ডোমের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১২ সালের ফোর্বস ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা এবং সংস্থার সঙ্গে চুক্তির অবসানের কারণ হতে পারে যে তিনি এখন বিবাহিত।

 

 

|আরও পড়ুন Arjun Kapoor and Janhvi Kapoor: অর্জুন-জাহ্নবী একসঙ্গে! ‘সিক্রেট’ প্রোজেক্টে রয়েছেন ভাই-বোন?

জীবনের প্রতিটি পর্বে তাঁকে সমর্থন করেছে তাঁর পরিবার বিশেষত তাঁর বাবা জগজিৎ সিং ভবানী। তবে, একটা সময় ছিল, যখন ছেলে রণবীরের হাতে ছিল একটি বড় প্রোজেক্ট, কিন্তু বাবার তাতে মত ছিল না। উল্লেখ্য প্রোজেক্টটি আসলে কন্ডোমের বিজ্ঞাপন। ২০১৪ সাল, রণবীরের কেরিয়ারের শুরুর দিকে তাঁর কাছে বিজ্ঞাপনের অফারটি আসে। এমন এক সময় যখন সাফল্যের ছোঁয়া রণবীর তখনও পাননি।

 

 

কন্ডোম এন্ডর্সমেন্ট আজও শীর্ষস্থানীয় অভিনেতাদের কাছে ট্যাবুই থেকে গিয়েছে এবং ২০১৪ সালে রণবীর সিংয়ের এই বিজ্ঞাপনটি স্বাভাবিকভাবে অনেকে বাঁকা চোখে দেখেও ছিলেন। রণবীর এই প্রসঙ্গে এক সাক্ষাৎকরে বলেন, বাবা তাঁকে জিজ্ঞেস করেছিলেন “আমি বহু অভিনেতাদের দেখি এন্ডর্সমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং টাকাপয়সাও তো ভাল। তুমি কেন করছো না?” রণবীর তখন বলেন, “ঠিকঠাক সময়ে করব। যখন আমার পক্ষে করার মতো ভাল কিছু থাকবে তখন আমি করব।” কয়েক দিন পর, রণবীর তাঁর বাবাকে কন্ডোমের বিজ্ঞাপন সম্পর্কে জানিয়ে বলেন, “আমি আমার প্রথম বিজ্ঞাপনের কাজ করতে চলেছি।” যখন তাঁর বাবা জানতে পারলেন এটি কন্ডোমের বিজ্ঞাপন ছিল তখন তাঁর কাছে বিষয়টি অপ্রীতিকর ছিল। তিনি বলেন, “সত্যি? আমার মনে হয় তুমি কী করছো তা তুমি জানো।”

 

রণবীর বেশ কয়েক বছর কন্ডোমের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১২ সালের ফোর্বস ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা এবং সংস্থার সঙ্গে চুক্তির অবসানের কারণ হতে পারে যে তিনি এখন বিবাহিত।

 

 

|আরও পড়ুন Arjun Kapoor and Janhvi Kapoor: অর্জুন-জাহ্নবী একসঙ্গে! ‘সিক্রেট’ প্রোজেক্টে রয়েছেন ভাই-বোন?

Next Article