Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Orhan Awatramani: তাঁর স্পর্শেই বয়স কমে তারকাদের, সেই কারণেই ওরিকে নিয়ে এত বাড়াবাড়ি অভিনেতা-অভিনেত্রীদের

Orhan Awatramani Myth: ওরি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার। ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তাঁর অনুরাগী সংখ্যা ৫৭৭মিলিয়ন। সমস্ত বড় তারকাদের সঙ্গে তাঁর ওঠাবসা। যে পোজ় দিয়ে তিনি শাহরুখ খানের সঙ্গে ছবি তোলেন, ঠিক একই পোজ়ে ছবি তোলেন অনন্যা পাণ্ডেদের সঙ্গে।

Orhan Awatramani: তাঁর স্পর্শেই বয়স কমে তারকাদের, সেই কারণেই ওরিকে নিয়ে এত বাড়াবাড়ি অভিনেতা-অভিনেত্রীদের
ওরি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 29, 2023 | 4:02 PM

সাগরপাড়ের এই শহরটা বড়ই বিচিত্র। হিন্দি ছবির গানের কথায় ‘ইয়াহা কি ফিজ়া হ্যায় নিরালি’। যে কারণে, এই শহরে নানা ছুঁতোয় নাম কেনা যায় একটু চেষ্টা করলেই। তবে হতে হবে মুম্বইয়ের লোক। অরহ্যান আওয়াত্রামানি, মানে ‘ওরি’ সেরকমই এক বিচিত্র ব্যক্তি, যাঁকে বিভিন্ন বড়-বড় পার্টিতে দেখা যায় অদ্ভুতভাবে। পোস্ট দিয়ে সেলিব্রিটির সঙ্গে সেলফি দেন তিনি। ঘটনাচক্রে তাঁকে নাকি পয়সা দিয়ে আমন্ত্রণও জানানো হয় পার্টিতে। সারা বছর খেটেও যে অর্থ রোজগার করতে কালঘাম ছুটে যেতে পারে যে কোনও মধ্যবিত্ত মানুষের, তা একটি পার্টিতেই বাঁ হাতে রোজগার করেন ওরি। তাঁর একটিমাত্র কাজ– সেলিব্রিটিদের পাশে গিয়ে তাঁদের স্পর্শ করে ছবি তোলা এবং সেগুলিকে ইনস্টাগ্রামে আপলোড করা। এর জন্য ২৫-৩০ লাখ টাকা পান ওরি, অর্থাৎ অরহ্যান আওয়াত্রামানি।

বিষয়টি ওরিই খলসা করেছেন বিগ বসের বাড়িতে এসে। সম্প্রতি ওরিকে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে সলমন খান ডেকেছিলেন তাঁর বিগ বসের বাড়িতে। এবং সেখানে এসে ক্যামেরার সামনে খুলে কথা বলেছেন ওরি। যা-যা তিনি বলেছেন, তা শুনে কেবল সলমন নন, চমকে গিয়েছেন সক্কলে।

কেবল ২৫-৩০ লাখ টাকা রোজগার নয়, অরহ্যানকে একটি বিশেষ কারণে আমন্ত্রণ জানানো হয় বলিউডের পার্টিতে। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার। ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তাঁর অনুরাগী সংখ্যা ৫৭৭মিলিয়ন। সমস্ত বড় তারকাদের সঙ্গে তাঁর ওঠাবসা। যে পোজ় দিয়ে তিনি শাহরুখ খানের সঙ্গে ছবি তোলেন, ঠিক একই পোজ়ে ছবি তোলেন অনন্যা পাণ্ডেদের সঙ্গে। বলিউডের তারকারা তাঁদের পার্টিতে আমন্ত্রণ জানান ওরিকে। কেবল তাই নয়, অভিনেত্রীদের মধ্যে তিনি প্রচণ্ডভাবে জনপ্রিয় এক ব্যক্তি। সকলের হাঁড়ির খবর থাকে ওরির কাছে।

সম্প্রতি এক অজানা তথ্য জানা গিয়েছে এই ব্যক্তি সম্পর্কে। ওরির স্পর্শে নাকি জাদু আছে। তিনি যদি কাউকে স্পর্শ করে ছবি তোলেন, তা হলে সেই ব্যক্তির বয়স নাকি কমে যায়। এমনটাই বিশ্বাস করেন বলিউডের একটি বড় অংশ। আর তাই লাখ-লাখ টাকা দিয়ে তাঁকে আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন পার্টিতে। তারকাদের বয়স কমিয়ে রাখাটা শোবিজ়ের অংশ। যত তরুণ দেখতে লাগবে, ততই বেশি বাড়বে তাঁদের পর্দার সময়-সীমা। আর সেই তারুণ্যের জাদু যদি থাকে ওরির ছোঁয়ায়, তিনি তো লাভবান হবেনই।