Ranbir Kapoor: আলিয়ার কাছে নিত্য মার খান রণবীর! দুঃখের কাহিনি জানালেন সম্প্রতি

Alia Bhatt: বলি-অন্দরে অনেকেই এমন কথা বলেন রণবীর কাপুর সম্পর্কে। তাঁর স্ত্রী আলিয়া ভাটের ব্যক্তিত্ব নাকি এতটাই কঠিন যে, তাঁর সঙ্গে মস্করা করতে গেলেও দু'বার চিন্তা করেন বাড়ির লোকেরা। রণবীরও ছাড় পান না নাকি। মুম্বইয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয় 'অ্যানিম্যাল' ছবির ট্রেলার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে জীবন সম্পর্কে একটি মজার ঘটনা শেয়ার করেছেন অভিনেতা।

Ranbir Kapoor: আলিয়ার কাছে নিত্য মার খান রণবীর! দুঃখের কাহিনি জানালেন সম্প্রতি
রণবীর কাপুর।

| Edited By: Sneha Sengupta

Nov 24, 2023 | 9:52 AM

যত কঠোর পুরুষই হোন না কেন কেউ, বাড়িতে বউয়ের সামনে সক্কলেই জুজু। ‘টু’ শব্দটি করতে পারেন না। রণবীর কাপুরেরও একই অবস্থা। স্ত্রীকে নাকি তিনি ভয় পান। বলি-অন্দরে অনেকেই এমন কথা বলেন অভিনেতা সম্পর্কে। আলিয়ার ব্যক্তিত্ব নাকি এতটাই কঠিন, তাঁর সঙ্গে মস্করা করতে গেলেও দু’বার চিন্তা করেন বাড়ির লোকেরা। রণবীরও ছাড় পান না নাকি।

মুম্বইয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘অ্যানিম্যাল’ ছবির ট্রেলার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে জীবন সম্পর্কে একটি মজার ঘটনা শেয়ার করেছেন অভিনেতা। সাধারণত, অভিনেতারা কোনও চরিত্রে অভিনয় করেন যখন, সেই চরিত্রেই ঢুকে পড়েন। কিছুদিন আগেই রণবীর সিং ‘কফি উইথ করণ’-এ এসে বলেছিলেন বাড়িতেও তিনি তাঁর অভিনীত চরিত্রগুলির মতোই ব্যবহার করেন। তাঁর স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সেই চরিত্রগুলির সঙ্গেই বসবাস করতে হয়। কিন্তু রণবীর কাপুরের ক্ষেত্রে তেমনটা হয় না।

সঞ্জয় দত্তর বায়োপিক ‘সঞ্জু’তে তাঁর চরিত্রে অভিনয় করার সময় অনেকটা সঞ্জয়ের মতোই হয়ে গিয়েছিলেন রণবীর। কিন্তু তিনি বাড়িতে সঞ্জয়ের মতো ব্যবহার করেননি। চরিত্রের খোলসে ঢোকা এবং বেরনো রণবীরের কাছে বাঁ হাতের খেলা। রণবীর বলেছেন, “আমি কোনওদিনও কোনও চরিত্রকে বাড়িতে নিয়ে আসি না। আমার মনে হয়, সেটা করা উচিতও নয়। আমি যদি পর্দায় অভিনীত চরিত্রগুলিকে বাড়িতে রেখে না আসি, বাড়ির মানুষগুলোর আমার সঙ্গে চলতে অসুবিধা হবে।”

মুক্তি পেতে চলেছে ‘অর্জুন রেড্ডি’ এবং ‘কবীর সিং’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’। অর্জুন এবং কবীরের মতো আরও একটি তুখোড় মারকুটে পুরুষ চরিত্র তৈরি করেছেন তিনি। সেই চরিত্রটিতে অভিনয় করেছেন রণবীর। ফলে, মারকুটে পুরুষের খোলস ছেড়েই বাড়িতে এসেছিলেন রণবীর। বলেছেন, “আমি যদি চরিত্রটাকে সেটেই ছেড়ে না আসতাম আমার স্ত্রী আলিয়া খুব মারত। ওর হাতে মার খাওয়া থেকে নিজেকে বাঁচাতে চেয়েছিলাম।”