Parineeti Chopra Wedding: কী-কী থাকছে পরিণীতি-রাঘবের বিয়ের মেনুতে?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 21, 2023 | 6:16 PM

Parineeti-Raghav: দিল্লিতে দুই পরিবারের আয়োজিত ক্রিকেটম্যাচ হয়ে যাওয়ার পর রাজস্থানের উদ্দেশে রওনা দেবেন পরিণীতি-রাঘব এবং তাঁদের পরিবার। রাজস্থানের সুন্দর শহর উদয়পুরের একটি বিলাশবহুল হোটেলে হবে বিয়ে। তাঁরা ২৩ সেপ্টেম্বর যাবেন সেখানে। ২৪ সেপ্টেম্বর উদয়পুরের দ্যা লীলা প্যালেসে বিয়ে করবেন পরিণীতি-রাঘব।

Parineeti Chopra Wedding: কী-কী থাকছে পরিণীতি-রাঘবের বিয়ের মেনুতে?
পরিণীতি-রাঘব।

Follow Us

পুরোদমে শুরু হয়েছে পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বিয়ের অনুষ্ঠান। ১৭ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয় পারিবারিক কীর্তন। পরিবারের সদস্য এবং নিকটতম মানুষরাই অংশ নেবেন সেই অনুষ্ঠানে। তেমনটাই হচ্ছে অন্যান্য অনুষ্ঠানগুলিতেও। দিল্লিতে দুই পরিবারের আয়োজিত ক্রিকেটম্যাচ হয়ে যাওয়ার পর রাজস্থানের উদ্দেশে রওনা দেবেন পরিণীতি-রাঘব এবং তাঁদের পরিবার। রাজস্থানের সুন্দর শহর উদয়পুরের একটি বিলাশবহুল হোটেলে হবে বিয়ে। তাঁরা ২৩ সেপ্টেম্বর যাবেন সেখানে। ২৪ সেপ্টেম্বর উদয়পুরের ‘দ্যা লীলা প্যালেস’-এ বিয়ে করবেন পরিণীতি-রাঘব।

বিয়ের প্রত্যেকদিনই বিলাশবহুল হোটেলে হইহুল্লোড় করবেন পরিণীতির বাড়ির সদস্যরা। হালফিলের কিছু নিয়ম ভাঙা হচ্ছে এই বিয়েতে। যেমন, ঘোড়ার পিঠে চেপে নয়, পরিণীতিকে বিয়ে করতে নৌকোয় আসবেন তাঁর বর রাঘব। এমনটাই নাকি ছিল পাঞ্জাবীদের বহু প্রাচীন প্রথা। বিয়েবাড়ির খাদ্যতালিকায় কী-কী থাকবে, তাও জানা গিয়েছে। শোনা যাচ্ছে, বিয়েতে থাকছে বেশকিছু পাঞ্জাবী এবং রাজস্থানী খাবার।

বোন পরিণীতির বিয়েতে বিদেশ থেকে এসেছেন তাঁর তুতো দিদি মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। এসেছে প্রিয়াঙ্কার কন্যা একরত্তি মালতিও। কিন্তু আসেননি স্বামী নিক। শালির বিয়েতে তিনি থাকছেন না। এর কারণ, জোনাস ভাইদের সঙ্গে বিশ্বের নানা দেশে কনসার্টে ব্যস্ত আছেন নিক।

Next Article