Bhuvan Badyakar: নতুন বছরে বাদাম ছেড়ে কেক খেতে বলছেন বাদামকাকু, রইল তাঁর নতুন গান

Bhuvan Badyakar: লায় কণ্ঠীধারী বৈষ্ণব মতে বিশ্বাসী বাদামকাকু এবার গাইলেন একটি কেকের বিজ্ঞাপনী গান। এবং বাংলায় নয়, বাদামকাকু গাইলেন ইংরেজিতে।

Bhuvan Badyakar: নতুন বছরে বাদাম ছেড়ে কেক খেতে বলছেন বাদামকাকু, রইল তাঁর নতুন গান
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 6:10 PM

প্রীতম দে

‘কাঁচা বাদাম… দাদা কাঁচা বাদাম’, কাঁচা বাদাম বিক্রি করতে-করতে একটি স্বরোচিত গান গেয়েছিলেন বীরভূমের সরল-সাদামাঠা মাঝবয়সি ভূবন বাদ্যকর। সেই গানের ক্লিপিংস নেটদুনিয়ায় পোস্ট হতেই রাতারাতি ভাইরাল হয়ে যান বাদাম কাকু, অর্থাৎ ভুবনবাবু। তাঁকে নিয়ে শুরু হয় হইচই। তিনি হয়ে ওঠেন ইন্টারন্যাশনাল স্টার। ২০২২ সালের তিনিই অন্যতম হিট ইন্টারনেট সেনসেশন। ২০২২ শেষ হতে চলেছে। তাই মিষ্টিভাবেই বছরটা শেষ করলেন ভুবন বাদ্যকর। গলায় কণ্ঠীধারী বৈষ্ণব মতে বিশ্বাসী বাদামকাকু এবার গাইলেন একটি কেকের বিজ্ঞাপনী গান। এবং বাংলায় নয়, বাদামকাকু গাইলেন ইংরেজিতে।

মাথায় সান্টার লাল টুপি। হাতে কেকের বাক্স। গলায় ইংরিজি গান। কিন্তু তিনি একা নন, সঙ্গে ছিলেন এক ঝাঁক শিশুশিল্পী এবং গায়ক বিজয় শীল। সেই কেক প্রস্তুতকারী সংস্থার কর্ণধার প্রসেনজিৎ সাহা জানান, “ছোটরা পছন্দ করছে। তাছাড়া, বাদামকাকুর একটা আলাদা জনপ্রিয়তাও আছে। মিম পছন্দ করেন না, এমন কথা রয়েছে গানের কলিতে। রয়েছে বাদাম ছেড়ে কেক খাওয়ার ঘোষণাও। ভুবন গাইলেন, ‘নাট নাট নট। নাট নাট নট। আই নট লাইক মিমস। আইস ফলস। নিউ ইয়ার কলস। আই ইট অনলি কেক।’

গানের মধ্যে রয়েছে বাংলা কথাও। ভুবন বাংলায় গাইলেন, “খিদে পেলে বাদাম ফেলে কেক খাই।” সান্টারবুড়োর লাল-সাদা টুপি পরে নিজের গ্রামের ছেলেদের সঙ্গে কেক খেতে ও খাওয়াতে দেখা যায় ভুবনকে গানের ভিডিওয়। যদিও নিরামিষাশী ভুবন অল্প কেক টেস্ট করেন। কারণ সেই কেক ভেজ নয়, তাতে রয়েছে ডিমের উপস্থিতি।

গ্রামের ইংরেজি না জানা ভুবনকে এই গান গাওয়াতে গিয়ে এক অনন্য অভিজ্ঞতা হয় গায়ক এবং নির্দেশক বিজয় শীলের। বিজয় বলেন, “মানুষ ভাল। সব কিছুর সঙ্গেই খাপ খাইয়ে নেন। তাই অসুবিধে হয় নি। পুরো কেক ওয়াক ছিল।”