AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Liger Trailer: শুরু কাউন্ট ডাউন, মুম্বই থেকে হায়দরাবাদ, লাইগার ট্রেলার মুক্তির শেষ মুহূর্তের প্রস্তুতি

Liger: সামান্য কোনও সাংবাদিক বৈঠক করে বা আড্ডার আসরে ট্রেলর মুক্তি নয়। লাইগার ট্রেলার সামনে আনতে এবার যে মাপের ব্যবস্থা নজরে এল, তাও এক কথায় নজর কাড়ে।

Liger Trailer: শুরু কাউন্ট ডাউন, মুম্বই থেকে হায়দরাবাদ, লাইগার ট্রেলার মুক্তির শেষ মুহূর্তের প্রস্তুতি
'লাইগার'...
| Edited By: | Updated on: Jul 21, 2022 | 2:55 PM
Share

লাইগার, ছবির পোস্টার মুক্তি থেকে শুরু করে ছবির গান ঘিরে প্রথম থেকেই ভক্তমনে উত্তেজনার পারদ তুঙ্গে। অভিনেতা বিজয় দেবরাকোন্ডার এবার নজরের কেন্দ্রে। সর্বভারতীয় স্তরের এই সুপারস্টার এবার নয়া চরিত্রে। ছবির নামের সঙ্গে সামঞ্জস্য মিলিয়েই ছবির কাস্ট ও নির্মাণ সংস্থার সংমিশ্রণ চোখে পড়ে। লাইগার অর্থাৎ বাঘ -সিংহের বৈশিষ্ট মিলিত একটি প্রাণী। আর এই ছবির ক্ষেত্রেও ঠিক তাই দেখা যায়, বলিউড ও দক্ষিণের সংমিশ্রণ ঘটতে। ছবির প্রতি ভক্তদের খিদে ছিল প্রথম থেকেই, অপেক্ষায় দিন গুনছিলেন সকলে, কবে মুক্তি পাবে ছবির ট্রেলার! দেখতে দেখতে সেই দিন হাজির। না, সামান্য কোনও সাংবাদিক বৈঠক করে বা আড্ডার আসরে ট্রেলার মুক্তি নয়। লাইগার ট্রেলর সামনে আনতে এবার যে মাপের ব্যবস্থা নজরে এলো, তা এক কথায় তাক লাগায়।

 

View this post on Instagram

 

A post shared by Dharma Productions (@dharmamovies)

গত ৪৮ ঘণ্টা ধরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ২১ জুলাই সকাল সাড়ে ন’টায় মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার। তবে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ২০ জুলাই থেকেই। একযোগে একই সময় হায়দরাবাদ ও মুম্বই থেকে মুক্তি পাবে এই ছবির মূল দুই ট্রেলার (হিন্দি ও দক্ষিণী ভাষায়)। ২০ জুলাই প্রাইভেট ফ্লাইটে করণ জোহর, বিজয় দেবরাকোন্ডা, পুরী জগন্নাধ, অনন্যা পান্ডে প্রমুখেরা হায়দরাবাদে পৌঁছে গিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান।

একসঙ্গে মোট ৫ ভাষাতেই মুক্তি পাচ্ছে এই ছবির ট্রেলার। হায়দরাবাদে তেলেগু ভাষার ট্রেলার মুক্তি পাওয়ার পরই সম্পূর্ণ টিম পৌঁছে যাবে মুম্বইতে। সেখানেই মুক্তি পাবে ছবির হিন্দি ট্রেলার। সম্ভাব্য সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রণবীর সিং। তেলুগু ভাষার ট্রেলার মুক্তিতে থাকার কথা অভিনেতা প্রভাসের।

ছবির অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে স্বাগত জানাতে হায়দরাবাদের সুদর্শণ থিয়েটরের সামনে ভক্তরা রেখেছেন একটি ৭৫ ফিটের পোস্টার। এই থিয়েটরেই মুক্তি পাচ্ছে ছবির দক্ষিণী ভাষার ট্রেলার। এদিন সকালে ইন্ডিয়া পার্ক থেকে ভক্তরা ব়্যালি করে পৌঁছে গিয়েছেন থিয়েটারের সামনে, তাঁদের প্রিয় অভিনেতা ও ছবির সকল স্টারকাস্টকে স্বাগত জানাতে। এখন দেখার ছবির ট্রেলর ঘিরে সোশ্যাল মিডিয়ায় কেমন প্রতিক্রিয়া সামনে আসে!