দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দেখবেন অক্ষয় কুমার অভিনীত ছবি ‘পৃথ্বীরাজ’। পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী নিজেই সেই খবর জানিয়েছেন। ছবি মুক্তির দুদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রী এই ছবি দেখবেন। তাঁর জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বলেই খবর। তবে সেটা কোথায় দেখানো হবে, তা এখন জানা যায়নি। পরিচালকও সেই বিষয়ে কিছু জানাননি। জুনের ৩ তারিখ মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’ সিনেমা হলে। তার আগে অর্থাৎ ১ জুন অমিতা শাহ দেখবেন সিনেমা। এই থবরটুকুই জানিয়েছেন পরিচালক। ভারতের শেষ হিন্দু রাজা সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনগাঁথা নিয়ে তৈরি হয়েছে অক্ষয়ের এই ছবি। তবে মুক্তির আগে ছবি বিতর্কে জড়িয়েছে। একদিন করনি সেনা ছবির নাম নিয়ে প্রযোজক সংস্থার কাছে দাবি রেখেছে, শুধু ‘পৃথ্বীরাজ’ নয়, ছবি নাম হতে হবে ‘সম্রাট পৃথ্বীরাজ চৌহান’। অন্যদিকে দ্য অখিল ভারতীয় বীর গুর্জার মহাসভা থেকে গত বছর ছবির প্রযোজকদের কাছে দাবি করা হয় পৃথ্বীরাজ রাজপুত নন, তিনি ছিলেন গুর্জর। ছবিতে যেন সেটাই দেখানো হয়। সেই নিয়ে অনেক তথ্যও নাকি তাঁরা দিয়েছিলেন।
বিতর্কের মাঝে ছবির টিমের কাছে সুখবর যে অমিত শাহ দেখবেন সিনেমাটি। পরিচালক জানিয়েওছেন যে তাঁদের কাছে খুবই সম্মানের যে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী ‘পৃথ্বীরাজ’ দেখবেন। ভারতমাতার বীর পুত্র সম্রাট পৃথ্বীরাজ চৌহান। দেশের জন্য নিজের জীবন বলি দিয়েছিলেন তিনি। সেই সম্রাটের বীর গাঁথা নিয়ে তৈরি হয়েছে যে ছবি তা দেখবেন দেশের সম্মানীয় মন্ত্রী।
এই ছবির হাত ধরে সিনেমা জগতে পা রাখছেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লর। তিনি রাজকন্যা সংযুক্তার চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও সঞ্জয় দত্ত, সোনু সুদ প্রমুখকে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে পাওয়া যাবে। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’।
.