উরফি জাভেদ বরাবরই খবরের শিরোনামে নিজের জায়গাটি পাকা করে নিয়ে থাকেন। কখনও পোশাক বিতর্ক, কখনও বা বিতর্কিত মন্তব্য ঘিরে উরফি আলোচনা কেন্দ্রে উঠে আসেন। ফ্যাশন জগতে এক উজ্জ্বল নামও বটে, এই সেলেবের আদ্যপাদ্য নতুনত্বে মোড়া ফ্যাশন দেখে কেউ কেউ ট্রোল করে থাকেন, কেউ আবার প্রশংসা করে জানান উরফি জাভেদের চেষ্টাটাই অনেক। যদিও এই বিষয় মন্তব্য করতে গিয়ে উরফি জাভেদ নিজেই জানিয়েছিলেন তিনি ভাইরাল হতেই এমন পোশাক ডিজাইন করে থাকেন। ভাইরাল হলে তো আর পেট চলে না, চাই ভাল কাজ। এবার সেই কাজ করতে গিয়ে নাজেহাল হলেন উরফি জাভেদ।
ঠিকই ঘটে মিউজিক ভিডিওর সেটে। সম্প্রতি তাঁর নতুন মিউজিক ভিডিয়োর শুটিংয়ে ব্যস্ত ছিলেন উরফি, এই খবর নিজেই জানিয়েছিলেন ভক্তদের। এবার সেই সেটে ঘটা এক ভয়ানক কান্ড নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন উরফি। দোলনার উপর দাঁড়িয়ে শাড়ি পরে রোমান্টিক পোস্ট দিয়ে মিউজিকের সঙ্গে নাচছিলেন তিনি। সচেতনতা ও সতর্কতার সঙ্গেই কাজ করার চেষ্টা করছিলেন। তবে হঠাৎ ঘটে বিপত্তি। দোলনা থেকে পিছলে পড়ে যাচ্ছিলেন উঠবে জাবেদ। তা দেখে রীতিমতো আশেপাশে থাকা সহকর্মীরা ছুটে আসেন। চট করে ধরে ফেলেন উরফি জাভেদকে। এতেই বড়সড় কোন আঘাতের হাত থেকে বেঁচে যান উরফি।
না লুকিয়ে চুরিয়ে রাখা নয়, নিজের এই অভিজ্ঞতা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি। উরফির এই ভিডিয়ো দেখে অনেকেই মন্তব্য করে বসেন অসাবধানতার ফল। আবার কেউ কেউ শুটিং সেটের পেছনে থাকা স্টারদের কঠিন পরিশ্রমের ছবিটাও তুলে ধরলেন। একটি রোমান্টিক দৃশ্যে গানের স্যুট বা যে কোন ক্ষেত্রেই বাস্তবে যে কতটা ঝুঁকি নিতে হয় তা আরও একবারও প্রমাণ করল এই ভিডিয়ো। বর্তমানে পোশাক নয় এই মিউজিক ভিডিয়ো তৈরির কান্ডতেই আবারও খবরের কেন্দ্রে জায়গা করলেন উরফি জাভেদ।