আবারও ‘খবর’-এর শিরোনামে উরফি জাভেদ। মুখের মধ্যে অন্তর্বাস বেঁধে হাজির হয়ে গেলেন রাস্তায়। প্রথমটায় ঠাওর করতে না পারলেও ব্যাপারটা অনুধাবন করতে পেরেই অবাক পথচারীরা। শুধু কি তাই? নেটদুনিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতেই নেটাগরিকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঠিক কী ঘটেছে? নিজস্ব স্টাইলে সেজে উরফি জাভেদ বেরিয়েছিলেন রাস্তায়। পোশাক ছিল যৎসামান্য। কালো নেটের পোশাকে নিজেকে ঢেকেছিলেন তিনি। কিন্তু মুখে মাস্কের বদলে এ কী? উল্টো করে অন্তর্বাস বেঁধেই হাজির হয়ে গেলেন অভিনেত্রী। নেটিজেনদের হাসি আর ধরে না। প্রশ্ন একটাই– এ ও কী সম্ভব? উরফির অবশ্য সে দিকে বিন্দুনাত্র ভ্রুক্ষেপ নেই। ট্রোলিংকে যে তিনি পাত্তা দেন না সে তো কবেই বলেছিলেন এই সোশ্যাল মিডিয়া সেনসেশন।
চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি। তাঁকে নিয়ে নানা কটাক্ষ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে উঠেছে অশ্লীলতার অভিযোগও। এমনকি সম্প্রতি তাঁর বিরুদ্ধে অশ্লীলতার দায়ে থানায় দায়ের হয়েছে অভিযোগ। পোশাক না পরা নিয়ে সম্প্রতি এক বিবৃতি দিয়েছিলেন উরফি। শেয়ার করেছিলেন এক ভিডিয়ো। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছিল উরফির সারা গায়ে এলার্জি হয়েছে। উরফি জানিয়েছিলেন পোশাক পরলে নাকি তাঁর গায়ে এলার্জি বের হয়। আর সে কারণেই পোশাক পরা থেকে বিরত থাকেন তিনি। তা নিয়েও যদিও চলেছিল চরম ট্রোলিং।
সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, কোনওদিন পোশাক নিয়ে অপ্রস্তুত অবস্থার মধ্যে তাঁকে কি পড়তে হয়েছে? উরফি উত্তরে জানিয়েছিলেন, তাঁর যা রয়েছে বাকিদেরও তাই রয়েছে। তাই লজ্জা বা অপ্রস্তুত অবস্থার মধ্যে মোটেও পড়তে হয় না তাঁকে। তিনি আরও বলেন, “আত্মীয়রা আমায় নিয়ে কী বলে, আমার কিচ্ছু যায় আসে না”। নিজের শর্তে বাচেন তিনি, থাকতে চান চর্চায়।