Bollywood Gossip: ‘গোল্ড ফেসমাস্ক’ পরে রাস্তায় বেরিয়ে ‘হাসির খোরাক’, কোন নায়িকা চিনতে পারছেন?

Bollywood Gossip: মুখ ঢাকা গোল্ড ফেসমাস্কে, ওদিকে পিছু ধাওয়া করেছে পাপারাৎজি। লজ্জা পাওয়া তো দূর, বরং তাঁদের সামনে দাঁড়িয়ে ভালভাবেই পোজ দিলেন বলিউডের এই লাস্যময়ী নায়িকা।

Bollywood Gossip: গোল্ড ফেসমাস্ক পরে রাস্তায় বেরিয়ে হাসির খোরাক, কোন নায়িকা চিনতে পারছেন?
ঊর্বশী রাউতেলা

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 02, 2023 | 2:07 PM

মুখ ঢাকা গোল্ড ফেসমাস্কে, ওদিকে পিছু ধাওয়া করেছে পাপারাৎজি। লজ্জা পাওয়া তো দূর, বরং তাঁদের সামনে দাঁড়িয়ে ভালভাবেই পোজ দিলেন বলিউডের এই লাস্যময়ী নায়িকা। কিন্তু ভিডিয়ো ভাইরাল হতেই চরম ট্রোলড হতে হল অভিনেত্রীকে। কেউ তুলনা করলেন ‘অ্যাভেঞ্জার’-এর সঙ্গে আবার সোনার মাস্ক পরায় কারও মনে হল ‘শো অফ’। তিনি যদিও ভ্রূক্ষেপহীন। কোন নায়িকা আপনি চিনতে পারলেন কী? তিনি আর কেউ নন– উর্বশী রউতেলা। ২৪ ক্যারট ন্যানো গোল্ড মাস্ক পরেছিলেন তিনি। ত্বকের যত্নের ক্ষেত্রে এই মাস্কে জুড়ি মেলা ভার। ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে এই মাস্ক। কিন্তু তা পরে রাস্তায় বেরনো কেন? কোনও সদুত্তর দেননি নায়িকা।

বরাবরই চর্চায় থাকেন উর্বশী। একটা সময় জানা গিয়েছিল ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) প্রেমে হাবুডুবু খাচ্ছেন মডেল-অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। কয়েক বছর আগে থেকেই ঋষভ পন্থ ও ঊর্বশী রাউতেলার সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। অতীতে এই জুটি নিয়ে কম চর্চা হয়নি। তাঁরা নাকি একে অপরকে মন দিয়েছিলেন গোপনেই। দু’জনই এই সম্পর্ক কখনও মেনে নেননি। শুধু তাই নয়, জানা যায় সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। বরং পরবর্তীতে দু’জনই নিজেদের নিয়ে উল্টো সুরে কথা বলেছেন। ছবিটা খানিকটা বদলায় ২০২২ সালের শেষে, ঋষভের অ্যাক্সিডেন্টের পর। যখন গোটা দেশবাসী পন্থের আরোগ্য কামনা করছিল, সেই সময় হাত গুটিয়ে বসে থাকেননি ঊর্বশীও। তিনিও তাঁর আরোগ্য কামনা করেছিলেন। পাপারাজ্জিরা ঋষভকে নিয়ে ঊর্বশীকে প্রশ্ন করলে তিনি এড়িয়ে না গিয়ে জানিয়েছিলেন, পন্থের জন্য তিনিও প্রার্থনা করছেন।

 

 

তবে সম্প্রতি দেখা যায় এক অন্য চিত্র। এক সাংবাদিক উর্বশীকে প্রশ্ন করেন পন্থকে নিয়ে। তবে পন্থকে নিয়ে প্রশ্ন শুনতেই রীতিমতো রেগে যান নায়িকা। সাংবাদিকের উদ্দেশে বলেন, “কী চাই আপনার? টিআরপি, টিআরপি আর শুধু টিআরপি? সেটা আমি হতে দেব না। আমি কিছু বলব না।” তবে নায়িকা কেন সোনার মাস্ক পরে গেলেন, সে উত্তরও কিন্তু পাওয়া যায়নি।