ঊষা উত্থুপ– ইন্ডাস্ট্রিতে বহু বছর পার করে ফেলেছেন তিনি। বাঙালির হৃদয়েও জায়গা করে নিয়েছেন সেই কবে। অথচ তাঁর কেরিয়ার শুরু কিন্তু নাইটক্লাবে গান গেয়েই। ছয় ভাইবোনের পরিবারে বেড়ে ওঠা ঊষা কীভাবে শুরু করলেন জার্নি? এক সাক্ষাৎকারে তা নিয়েই অকপট তিনি। বলেন,”হঠাৎ করেই হিয়ে যায় সবটা। আমার কাকিমা আমায় অনেক সাহায্য করেছিলেন। ছোট থেকেই সবার জন্য জ্ঞান গাইতে ভাল লাগত। এক হোটেলে গান গাওয়ার কাজ নিলাম। পেয়েছিলাম ৭৫০ টাকা। না একটি শো-র জন্য। গোটা এক মাসের জন্য ওইটাকা আমি পাই। সে সময় নাইটক্লাব গায়িকার মধ্যে আমার পারিশ্রমিক কিন্তু বেশ ভাল ছিল।” কিন্তু শুধু নাইটক্লাবে গেয়েই তো আর বলিউডে বিগ ব্রেক পাওয়া যায় না। তা ঘটল কী করে? ভাগ্য সহায় ছিল ঊষা। নাইটক্লাবে গান গাইছেন যখন চুটিয়ে, এমনই এক দিনে এক নাইটক্লাবে হাজির হন খোদ দেব আনন্দ। কথায় বলে, ‘জহুরি জহর চেনে’। দেব আনন্দেরও ঊষাকে চিনতে ভুল হয়নি। তাঁর কথায়, “শো শেষ হল। উনিও আমাকে এসে জিজ্ঞাসা করেন আমি তাঁর জন্য ‘হরে কৃষ্ণ হরে রামা’য় গান গাইব কিনা। আমি গাইলাম।” ব্যস আর ফিরে তাকাতে হয়নি। বাপ্পি লাহিড়ি থেকে শুরু করে আরডি বর্মণ– সবার সঙ্গেই কাজ করেছেন তিনি।
বাংলার প্রতি যদিও তাঁর আলাদা এক টানা রয়েছে। সে কথা বারেবারেই বলেছেন তিনি। আদপে তিনি দক্ষিণ ভারতীয়। তবে বেড়ে উঠেছেন আবার মুম্বইয়ে। কিন্তু তা সত্ত্বেও বাংলাকে তিনি ভালবেসে গেয়েছেন একের পর এক বাংলা গান। আর বাঙালিও তাঁকে আপন করে নিয়েছে। দু’হাত ভরে দিয়েছে ভালবাসা। ইন্ডাস্ট্রিতে বহু বছর কাটিয়ে ফেলেছেন ঊষা উত্থুপ। তাঁর গলাই তাঁর ইউএসপি। তবে আজও তাঁর রাজত্ব জারি। হিটমেশিন চলেই যাচ্ছে।