Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Varun Dhawan: অনুমতি না নিয়েই বিদেশিনীকে জাপটে চুমু বরুণের? এক টুইটের পরিষ্কার সবটা

Varun Dhawan: নীতা অম্বানি ও মুকেশ অম্বানি সম্প্রতি মুম্বইয়ে খুলেছেন সাংস্কৃতিক কেন্দ্র। শুক্রবার ও শনিবার সেই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান ছিল।

Varun Dhawan: অনুমতি না নিয়েই বিদেশিনীকে জাপটে চুমু বরুণের? এক টুইটের পরিষ্কার সবটা
ঠিক কী ঘটেছে?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2023 | 3:06 PM

নীতা অম্বানি ও মুকেশ অম্বানি সম্প্রতি মুম্বইয়ে খুলেছেন সাংস্কৃতিক কেন্দ্র। শুক্রবার ও শনিবার সেই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। শাহরুখ খান থেকে শুরু করে রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া থেকে নিক জোনাস সবাইকেই অংশ নিতে দেখা গিয়েছিল সেখানে। হাজির ছিলেন মডেল-নায়িকা জিজি হাদিদও। শাড়ি পরে পুরোদস্তুর ট্র্যাডিশনাল সাজে হাজির ছিলেন তিনি। তবে তাঁর সঙ্গে যা ঘটল তা দেখতে পেয়ে ধিক্কার দিচ্ছে নেটিজেনরা। ধিক্কার দিচ্ছেন বরুণ ধাওয়ানকে। কিন্তু কেন? কী এমন করেছেন বরুণ? এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে, মঞ্চে নাচ করছিলেন বরুণ ধাওয়ান। আচমকাই সেখানে হাজির জিজি। ঘটিহাতা ব্লাউজ পরে, সাদা-হলুদ শাড়ি পরে বরুণের দিকে এগিয়ে যেতেই তাঁকে কোলে তুলে নেন নায়ক। ঘোরাতে থাকেন বনবন করে। এরপরেই গাল লক্ষ্য করে খেয়ে ফেলেন চুমুও। নেটিজেনদের একাংশের মতে, জিজি প্রথমটায় বেশ অস্বস্তির মধ্যে পড়েছিলেন। বরুণ চুমু খেতেই বেশ বিরক্ত হতেও দেখা যায় তাঁকে। ওদিকে আবার সামনের সারিতেই বসে ছিলেন বরুণের স্ত্রী নাতাশা দালালও। স্ত্রীর সামনেই অন্য মহিলাকে জড়িয়ে ধরে চুম্বন নিয়ে রসিকতাও যেমন করেছেন অনেকে, অনেকে আবার প্রশ্ন তুলেছেন, এভাবে অনুমতি না নিয়ে চুমু খাওয়া আদপে কতটা উচিৎ?

এ সব নিয়েই যখন চর্চা চলছে তখন এই প্রসঙ্গে এক টুইট করেছেন বরুণ। পরিষ্কার করেছেন যাবতীয় সব সন্দেহ। লিখেছেন, “তোমাদের এই সব জল্পনায় জল ঢেলে দিই, এটা আগে থেকেই পরিকল্পনা করাই ছিল। তাঁর স্টেজে ওঠার কথাই ছিল। তাই এই ব্যাপারে আর কিছু না করে অন্য কিছু খোঁজো।” বরুণ সাফ জানিয়েছেন, যা হয়েছে তা একেবারেই স্টেজড। তাঁর মতে জিজি মোটেও অস্বস্তিতে ছিলেন না।

প্রসঙ্গত, নীতা ও মুকেশের এই ‘সাংস্কৃতিক কেন্দ্রে’ হাজির ছিলেন অনেকেই। আন্তর্জাতিক তারকাদের মধ্যে শুধু জিজি নয়, দেখা গিয়েছে টম হল্যান্ড, জেন্ডেয়া, পেনেলোপে ক্রুজ, এমা চেম্বারলেনসহ অনেকেই। আর ভারতীয় সেলেবদের মধ্যে হাজির ছিলেন সলমন খান, আলিয়া ভাট, কাজল,রানি মুখোপাধ্যায়, করণ জোহর, করিনা কাপুর, সইফ আলি খান, প্রিয়াঙ্কা চোপড়াসহ প্রায় প্রত্যেকেই। বসেছিল চাঁদের হাট। এরই মাঝে এ হেন সব খুচরো ঘটনা– আদপে কি প্রত্যাশিত? প্রশ্ন তুলেছেন প্রায় সকলেই।

View this post on Instagram

A post shared by ? (@bollywoodsfilm)