Vani Jairam: কপালে ক্ষত, ভিতর থেকে বন্ধ দরজা, বাণী জয়রামের মৃত্যু ঘিরে রহস্য

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 04, 2023 | 7:25 PM

Vani Jairam: তামিলনাড়ুর ভেলোরে এক তামিল পরিবারের জন্ম নেন বাণী জয়রাম। জন্মের সময় তাঁর নাম ছিল কলাইবাণী।

Vani Jairam: কপালে ক্ষত, ভিতর থেকে বন্ধ দরজা, বাণী জয়রামের মৃত্যু ঘিরে রহস্য
বাণী জয়রামের মৃত্যু ঘিরে রহস্য

Follow Us

প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী বাণী জয়রাম। শনিবার দুপুরে চেন্নাইয়ে তাঁর বাড়ি থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ। বয়স হয়েছিল ৭৮ বছর। জানা গিয়েছে, চেন্নাইয়ের বাড়িতে একাই থাকতেন সঙ্গীতশিল্পী। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে গায়িকার পরিচারিকা তাঁর বাড়িতে পৌঁছন। তবে বারংবার ডাকা সত্ত্বেও দরজা খোলেননি কেউ। এরপর পরিচারিকা খবর দেন গায়িকার বোনকে। বিকল্প চাবির সাহায্যে দরজা খুলে ভিতের প্রবেশ করে তাঁরা দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে বাণী। মাথায় রয়েছে ক্ষতচিহ্ন। এরপরেই পুলিশে খবর দেওয়া হলে তাঁকে মৃত অবস্থার উদ্ধার করেন তারা। সংবাদ সংস্থা এএনআই সূত্র মারফৎ জানা গিয়েছে, ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে পুলিশের ফরেন্সিক টিম। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ।

তামিলনাড়ুর ভেলোরে এক তামিল পরিবারের জন্ম নেন বাণী জয়রাম। জন্মের সময় তাঁর নাম ছিল কলাইবাণী। বাড়িতে সঙ্গীতের চর্চা ছিল। মা পদ্মাবতী, নিজের গুরু রঙ্গ রামানুজ আয়েঙ্গারের অধীনে বাণীকে প্রশিক্ষণের জন্যে ভর্তি করেন। সেই তাঁর শুরু। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি ভারতীয় সিনেমাতেও বহু গান গেয়েছেন তিনি। জীবদ্দশায় প্রায় ২০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। প্রায় ১৮টি ভাষায় গান গাওয়ার রেকর্ড রয়েছে তাঁর। তামিল, তেলুগু, মালায়ালাম, মরাঠি, গুজরাটু, অসমীয়া, বাংলা– প্রায় সব ভাষাতেই গান রয়েছে তাঁর।

পেয়েছেন পদ্মভূষণ পুরস্কারও। তিন বার জাতীয় পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৭৯ সালে তাঁর গান গিরিধর গোপালের জন্য তিনি প্রথম বার শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীতজগতে। একটা যুগের অবসান হল– মনে করছেন সকলেই।

 

Next Article