ভিকি কৌশল বহুগুণ সম্পন্ন একজন অভিনেতা। তা বলার আর অপেক্ষ রাখে না। তাঁর পোস্ট করা নতুন ইনস্টাগ্রাম ভিডিয়োটি আবারও তা প্রমাণ করল। অনেকেই জানেন, ভিকি সোশ্যাল মিডিয়ায় একজন সক্রিয় সেলিব্রিটি। তাঁর হ্যান্ডসাম সেলফি, বিহাইন্ড দ্য সিনের ছবি কিংবা পারিবারিক মুহূর্তের সব ছবি তিনি তাঁর ফ্যানদের সঙ্গে শেয়ার করে নেন।
সম্প্রতি ভিকি নিজের এক র্যাপ ভিডিয়ো শেয়ার করেছেন। ঠিক র্যাপ ভিডিয়ো নয়। জনপ্রিয় র্যাপ গায়ক সোফি টাক্কারের গান ‘পার্পেল হ্যাট’-এ লিপ-সিঙ্ক করতে দেখা যায় ভিকিকে। পিচ রঙের হুডি এবং একটি সাদা জ্যাকেট পরে রয়েছেন ভিকি। ভিডিওটি শেয়ার করে, অভিনেতা ক্যাপশনে লেখেন, ‘কিউট মনে হল, পরে ১০০ শতাংশ ডিলিট করে দেব…খুব জোরে অভিনয় পাচ্ছিল…ভ্যানিটি জ্যাম… পার্পেল হ্যাট ।”
পোস্টটিতে সানি কৌশাল নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, ‘কী চমৎকার ঠোঁট নাড়িয়েছো… কম্পিউটার গ্রাফিক্সের মতো… বাহ!’
অভিনেতার কারসাজিতে মুগ্ধ হয়েছেন হৃতিক রোশনও। তিনি লেখেন ‘ওহ … আই লাইক’ ভিকি জবাবে লেখেন, ‘তোমার পছন্দ হয়েছে। আমি মারা গেছি।’ দীপিকা পাডুকোন পোস্টে হাসিওয়ালা ইমোটিকন বাদ দেন। কৃতি শ্যানন ও আয়ুষ্মান খুরানা পোস্টে ফায়ার ইমোজি দিয়েছেন।
রবিবার, ভিকি তাঁর চিত্রকলার প্রতিভাও প্রদর্শন করেছিলেন। অভিনেতা হাতে আঁকা গণেশের একটি ছবি শেয়ার করেন।
কাজের ক্ষেত্রে, ভিকির পাইপলাইনে আকর্ষণীয় প্রোজেক্ট রয়েছে। তিনি আদিত্য ধরের ছবি ‘দ্য ইমরট্যাল অশ্বত্থামা’ ছবিতে কাজ করছেন। ‘সর্দার উধম সিং’ অর্থাৎ স্যাম ম্যানেকশাওয়ারের বায়োপিক এবং ‘মিস্টার লেলে’ ছবিও রয়েছে তাঁর কিটিতে।
আরও পড়ুন Yash Dasgupta: মনডে ‘ব্লুজ’ বিট করতে চান যশ! আর বিশেষ বন্ধু নুসরতের পছন্দের রং হল কমলা