Nayanthara: আর অপেক্ষা নয়, অবশেষে দুই ছেলের মুখ দেখালেন নয়নতারা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 26, 2023 | 1:53 PM

Nayanthara: এই মুহূর্তে দক্ষিণী সুপারস্টার নয়নতারার কেরিয়ার তুঙ্গে। তাঁর অভিনীত ছবি 'জওয়ান' ইতিমধ্যেই হাজার কোটির অঙ্ক ছাড়িয়েছে। এই সবের মাঝেই এই প্রথম বার তাঁর স্বামী বিঘ্নেশ শিবান প্রকাশ্যে আনলেন তাঁদের সন্তানের মুখ। এ বছরের শুরুতেই সারোগেসির মাধ্যমে মা হন নয়নতারা।

Nayanthara: আর অপেক্ষা নয়, অবশেষে দুই ছেলের মুখ দেখালেন নয়নতারা
নয়নতারা।

Follow Us

এই মুহূর্তে দক্ষিণী সুপারস্টার নয়নতারার কেরিয়ার তুঙ্গে। তাঁর অভিনীত ছবি ‘জওয়ান’ ইতিমধ্যেই হাজার কোটির অঙ্ক ছাড়িয়েছে। এই সবের মাঝেই এই প্রথম বার তাঁর স্বামী বিঘ্নেশ শিবান প্রকাশ্যে আনলেন তাঁদের সন্তানের মুখ। এ বছরের শুরুতেই সারোগেসির মাধ্যমে মা হন নয়নতারা। এর পর থেকেই তাঁর দুই ছেলের একগুচ্ছ ছবি তিনি ও তাঁর স্বামী শেয়ার করলেও কখনও সন্তানের মুখ দেখাননি তাঁরা। তবে আর অপেক্ষা নয়, ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন এক খুশির মুহূর্ত।  সামনে এল তাঁদের ছবি। ভক্তরাও উচ্ছ্বসিত। এরই অপেক্ষাতেই তো এতদিন ছিলেন তাঁরা।

নয়নতারার দুই ছেলের নাম ইউইর এবং উলাগাম। সন্তান জন্মের পর বিগ্নেশ ইনস্টাগ্রামে লিখেছিলেন, ” নয়ন এবং আমি অবশেষে আম্মা এবং আপ্পা হলাম। আমাদের দু’টি ছেলে হয়েছে। আপনাদের সবার ভালবাসা এবং আশীর্বাদ প্রয়োজন। জীবন এখন অনেক বেশি সুন্দর। অনেক বেশি উজ্জ্বল। অশেষ ধন্যবাদ।”

প্রভু দেবার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন নয়নতারা। অবশেষে গত বছর জুন মাসে বিগ্নেশকে বিয়ে করেন তিনি। একদম ঘরোয়া ভাবে হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান। বিয়েতে হাজির ছিলেন শাহরুখ খান, এ আর রহমান, সূর্য— রজনীকান্তের মতো তারকা। এই মুহূর্তে নয়নতারা ব্যস্ত তাঁর নতুন স্কিন কেয়ার ব্র্যান্ড নিয়ে।  পাশাপাশি ‘জওয়ান’ ছবি পেয়েছে বিপুল সাফল্য।আগামী দিনে বলিউডে তিনি আর কাজ করবেন কিনা সেই প্রশ্নই এখন ভক্তদের মুখে মুখে। তাঁকে পর্দায় দেখতে মুখিয়ে সকলেই। যদিও সূত্র জানাচ্ছে আপাতত বলিউডের অফার নিচ্ছেন না নয়ন।

Next Article