Vijay-Samantha: ঘুরে দাঁড়ালেন ‘লাইগার’, ‘কুশি’ মুক্তি পেতেই খুশির মেজাজে বিজয়, বিয়ে নিয়ে কী বললেন?

Box Office: দক্ষিণী সূত্রে খবর, দিনের বেলায় ৬০ শতাংশ আসন ভর্তি থাকছে প্রেক্ষাগৃহে। আর বিশেষ করে দর্শক হল ভরাচ্ছেন নাইট শোয়ে। দর্শকদের এই উচ্ছ্বাস দেখে আবেগঘন বিজয়।

Vijay-Samantha: ঘুরে দাঁড়ালেন 'লাইগার', 'কুশি' মুক্তি পেতেই খুশির মেজাজে বিজয়, বিয়ে নিয়ে কী বললেন?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 11:20 PM

বিজয় দেবেরাকোন্ডা, বলিউডের ‘লাইগার’। দক্ষিণী দুনিয়ার সুপারস্টার বিজয় এবার খবরের শিরোনামে। না, রশ্মিকা মন্দানার সঙ্গে সম্পর্কের নিরিখে নয়, কিংবা বিয়ের জল্পনাও নয়, বক্স অফিসে ছক্কা এবার লাইগারের। বিজয় দক্ষিণী দুনিয়ায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। তবে বলিউড ডেবিউতে ভাগ্য সঙ্গ ছাড়ে তাঁর। ব্যর্থতাকে অস্ত্র করেই এবার কামব্যক বিজয়ের। ১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তেলুগু ছবি ‘কুশি’। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেন সামান্থা রুথ প্রভু। বাস্তবের মাটিতে রশ্মিকা নয়, পর্দায় এবার দাপিয়ে বেড়াচ্ছে সামান্থা-বিজয়ের প্রেমকাহানি। ছবি মুক্তিতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। প্রথম দিনই এই ছবি ঘরে তুলল মোট ১৬ কোটি টাকা। ‘জেলার’ ঝড়ের মাঝেও যে এই ছবি দর্শক দরবারে এভাবে জায়গা করে নেবে, তা দেখে আপ্লুত টিম ‘কুশি’।

দক্ষিণী সূত্রে খবর, দিনের বেলায় ৬০ শতাংশ আসন ভর্তি থাকছে প্রেক্ষাগৃহে। আর বিশেষ করে দর্শক হল ভরাচ্ছেন নাইট শোয়ে। দর্শকদের এই উচ্ছ্বাস দেখে আবেগঘন বিজয়। অনেকেরই অনুমান ছবিতে বিবাহ দৃশ্য থাকাটা নাকি বিজয়ের জন্য লাকি। এই প্রসঙ্গে অভিনেতা মজা করে বলেন, ”দয়া করে অযথা আবেগ জড়িয়ে ফেলবেন না। যদি এটাই সত্যি হয়ে থাকে, তবে তো প্রতিটা ছবিতেই একটা করে বিবাহের দৃশ্য রাখতে হয়।” না, কেবল এই প্রসঙ্গেই নয়, এদিন বিজয় লাইগার ছবি ফ্লপ প্রসঙ্গেও মুখ খোলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ”প্রতিটা মানুষই জীবনে কখনও না কখনও ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। তবে এই ব্যর্থতা থেকে অনেক কিছু শেখার আছে। এখানে খারাপ লাগার কোনও কারণ নেই।”

তবে একদিকে যেমন ‘কুশি’ ঝড়, ঠিক তেমনই অন্যদিকে তাঁর বিয়ে নিয়ে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে। এই প্রসঙ্গও এদিন এড়িয়ে গেলেন না অভিনেতা। বললেন, ”আমার যখন মনে হবে, আমি তখনই বিয়ে করব এবং খুব সাধারণভাবেই করব। কাউকে না বলেই করব।” তিনি একটি বিচক্ষণ নারী খুঁজে নেবেন, আর এমন একজন, যিনি তাঁকে ভালবাসবেন, বলেই এদিন দাবি করেন বিজয়। বর্তমানে তাঁর সম্পূর্ণ লক্ষ্যই অভিনয় কেরিয়ারের ওপর। রাখঢাক না করে নিজের উদ্দেশ্য এদিন স্পষ্ট করে দেন বিজয়।