Vijay Deverakonda: টক্করে বলিউড-সাউথ, বিতর্কে জল ঢেলে কোন ভুল ভাঙালেন লাইগার বিজয়

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 22, 2022 | 12:23 PM

South Vs Bollywood: বলিউডের দর্শকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন লাইগার, তিনি প্রথম নন। অতীতে এভাবে কাজ বহু হয়েছে।

Vijay Deverakonda: টক্করে বলিউড-সাউথ, বিতর্কে জল ঢেলে কোন ভুল ভাঙালেন লাইগার বিজয়
Vijay Deverakonda

Follow Us

বর্তমানে সাউথের সঙ্গে বলিউডের তুলনা প্রতিটা পদে পদে কড়া ভাষায় চলছে সর্বত্র। কখনও বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিচ্ছে বক্স অফিস কালেকশন, কখনও আবার জনপ্রিয়তাকে অস্ত্র করে ছবির ব্যবসা। বলিউডের বর্তমান পরিস্থিতি বেশ কিছুটা দমে গিয়েছে, দক্ষিণের দাপটের জেরে, এমনটাই মত নেটিজ়েনদের একাংশের। সেই কারণেই এখন দক্ষিণের হাত ধরে ছন্দে ফিরতে চাইছে বি-টাউন, কড়া ভাষায় বর্তমানে বারে বারে সমালোচিত করণ জোহর। দক্ষিণের বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর আগামী ছবিতে যুক্ত হওয়া নিয়ে বচসা তুঙ্গে।

সবটাই অজানা ছিল না অভিনেতা বিজয়ের কাছে। দক্ষিণের সঙ্গে হাত মিলিয়ে বলিুড যে ছন্দে ফেরার চেষ্টা করছে না, এটা যে একটা সামান্য যৌথ প্রচেষ্টা মাত্র তা এবার সাফ বুঝিয়ে দিতে পিছপা হলেন না তিনি। বলিউডের দর্শকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন লাইগার, তিনি প্রথম নন। অতীতে এভাবে কাজ বহু বহু হয়েছে। অনিল কাপুর শ্রীদেবী জুটি, বলিউডে ঝড় তুলে একের পর এক হিট দিয়েছে। তবে এই জুটি তো সাউথ-বলিউড সংমিশ্রণ। রাকুল প্রীতই হোক বা প্রভাসে বলিউডে আসা হোক, বিজয় যে প্রথম নন তিনি তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন।

না, কেবল বুঝিয়ে দেওয়াই নয়, দক্ষিণ ও বলিউডের যে তুলনামূলক আলোচনা এখন সর্বত্র বর্তমান, সেই প্রসঙ্গ টেনেও ঠিক একইভাবে তিনি বুঝিয়েছেন, যে বিষয়টা প্রতিযোগিতার নয়। দক্ষিণের টেকনিশিয়ানরা উত্তরে গিয়ে কাজ করেন, বলিউড অভিনেতা অনিল কাপুর দক্ষিণে কাজ করেছেন, দক্ষিণের অভিনেতারা উত্তরে এসে কাজ করেন। এভাবেই তো কাজ হয়। সর্বত্র ছড়িয়ে ছিড়িয়েই তো কাজ করে থাকেন শিল্পীরা। লাইগার ট্রেলার মঞ্চে দাঁড়িয়ে এবার এমনই মতামত পোষণ করলেন বিজয় দেবরাকোন্ডা।

Next Article