Vikrant Massey: জন্ম নিচ্ছে আরও এক স্টারকিড, বাবা হচ্ছেন বিক্রান্তও

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 24, 2023 | 3:12 PM

Vikrant Massey: শুভশ্রী গঙ্গোপাধ্যায় মা হচ্ছেন। মা হচ্ছেন রুবিনা দিলায়কও। ২০২৪ এ আসতে চলেছে টলি-বলি মিলিয়ে বেশ কিছু নতুন অতিথি এবার সেই তালিকায় সংযোজিত হল আরো এক নাম। বাবা মা হচ্ছেন জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত মাসি ও তার স্ত্রী শীতল ঠাকুর।

Vikrant Massey: জন্ম নিচ্ছে আরও এক স্টারকিড, বাবা হচ্ছেন বিক্রান্তও
বিক্রান্ত মাসি।

Follow Us

 

শুভশ্রী গঙ্গোপাধ্যায় মা হচ্ছেন। মা হচ্ছেন রুবিনা দিলায়কও। ২০২৪ এ আসতে চলেছে টলি-বলি মিলিয়ে বেশ কিছু নতুন অতিথি এবার সেই তালিকায় সংযোজিত হল আরো এক নাম। বাবা মা হচ্ছেন জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত মাসি ও তার স্ত্রী শীতল ঠাকুর। ইনস্টাগ্রামে এক মিষ্টি ছবি পোস্ট করে বিক্রান্ত লেখেন, “বেবি কামিং 2024″। ক্যাপশনে লেখেন, “নতুন শুরু”। এর পরেই কমেন্ট সেকশনে শুভেচ্ছার বন্যা। গওহর খান থেকে শুরু করে বাংলার কনীনিকা বন্দ্যোপাধ্যায়– বাদ নেই কেউই।

ছোট পর্দা থেকে বড় পর্দা অভিনয় দক্ষতার জেরে বেশ কিছু বছরের মধ্যেই বিক্রান্ত নিজের পরিচিতি তৈরি করেছেন। শীতলের সঙ্গে তার সম্পর্ক আজকের নয়। ২০১৫ সালে শুরু হয়েছিল তাদের প্রেম কাহিনী। প্রথমে বন্ধুত্ব এরপর প্রেম আর তারপর যা হয় … ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। ছিমছম করেই হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান। অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছিলেন বিক্রান্ত ওদিকে শীতল পরেছিলেন লাল রংয়ের লেহেঙ্গা। বিয়ের ছবি শেয়ার করেছিলেন প্রথমে বিক্রান্তই। লিখেছিলেন, “৭ বছরের এই জার্নি সাত জন্মের হয়ে গেল। এই সফরনামায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।আমাদের তরফ থেকেও আপনাদের অনেক অনেক ভালোবাসা।”

এবার দুই থেকে তিন হলেন তাঁরা। আপাতত অপেক্ষা আগামী বছরের। তার পরেই যে আসবে সে। প্রসঙ্গত, কর্মজীবনেও এই মুহূর্তে বেশ ব্যস্ত বিক্রান্ত, বিধুবিনোদ চোপড়ার ‘ফির হাসিনা দিলরুবা’তে দেখা যাবে তাঁকে। এছাড়াও পাইপলাইনে রয়েছে অমিত জোশির ‘ইয়ার জিগরি’, আদিত্য নিম্বলকারের ‘সেক্টর ৩৬’ এর মত ছবিগুলো।

Next Article