বিশাল দাদলানি, সুরের জগতের অন্যতম স্টার। যাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। এখন তিনি ব্যস্ত রয়েছেন গানের রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল নিয়ে। যেখানে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও বরাবরই সক্রিয় তিনি। মাঝে মধ্যেই করে থাকেন পোস্ট। এবারও তার ব্যতিক্রম হল না। বিশাল দাদলানি এবার যে পোস্ট করলেন তা সকলের নজর কাড়ল। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। দুই হাতে রয়েছে সিরিঞ্জের চ্যানেল করা। তবুও মুখে হাসি তাঁর লেগে রয়েছে। কিন্তু তিনি ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে তিনি যে সুস্থ রয়েছেন, তার ইঙ্গিত স্পষ্টই রইল এই পোস্টে।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে বিশাল লিখলেন, ‘ ঠিক কী হয়েছে দয়া করে জানতে চাইবেন না। এই প্রশ্নটা ভুল। বরং জিজ্ঞেস করতে পারেন অভিজ্ঞতা কেমন? আমি বলব দারুণ। ডর কে কেয়া জিনা (ভয়ে ভয়ে বেঁচে থাকা কি?)। ভাল ভাবে বাঁচুন বন্ধুরা।’ তাঁর এই পোস্ট যে ভক্তমনে উদ্বেগ সঞ্চার করেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। চোখের পলকে তা সকলের নজরে পড়ে। আর ভক্ত থেকে শুরু করে সেলেব, সকলেই হাজির হলেন তাঁর স্বাস্থ্যের খবর নিতে। তিনি কেমন আছেন, তাঁর কী হয়েছে, তিনি কোন সমস্যায় ভুগছেন, এমন নানা প্রশ্ন এদিন সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। যদিও তার উত্তর যে তিনি দেবেন না তাঁর পোস্টেই তা স্পষ্ট। প্রসঙ্গত এখন তিনি ব্যস্ত রয়েছেন ইন্ডিয়ান আইডল নিয়ে। যেখানেই শ্রেয়া ঘোষালের সঙ্গে উপস্থিত হতে দেখা যাচ্ছে তাঁকে। তবে এখন তিনি বেশ কিছুদিনের বিরতিতে রয়েছেন।