Vivek Agnihotri: ‘মণিপুর ফাইলস’ তৈরির প্রস্তাব পেতেই গর্জে উঠলেন বিবেক, নিশানা ‘India’-জোটকে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 23, 2023 | 12:27 PM

Vivek Agnihotri: মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো ও গণধর্ষণের অভিযোগের ঘটনায় উত্তাল গোটা দেশ এবং সোশ্য়াল মিডিয়া।

Vivek Agnihotri: মণিপুর ফাইলস তৈরির প্রস্তাব পেতেই গর্জে উঠলেন বিবেক, নিশানা India-জোটকে?
গর্জে উঠলেন বিবেক

Follow Us

 

মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো ও গণধর্ষণের অভিযোগের ঘটনায় উত্তাল গোটা দেশ এবং সোশ্য়াল মিডিয়া। চলছে রাজনৈতিক তরজা, প্রতিবাদে সামিল হয়েছে বলিউডের একটা বড় অংশ। এরই মধ্যে জনৈক নেটিজেন ‘কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর কাছে এক প্রস্তাব দিতে পাল্টা তাঁকেই বিঁধলেন ওই পরিচালক। এর আগে কাশ্মীরী পণ্ডিতদের অত্যাচারিত হওয়ার কাহিনি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন বিবেক। সেই প্রসঙ্গ টেনে এনেই নেটিজেন পরিচালককে টুইটে লেখেন, “যদি পুরুষ হন, তবে সময় নষ্ট না করে ‘মণিপুর ফাইলস’ নামে একটা ছবি তৈরি করুন।”

পাল্টা টুইটে পরিচালক লেখেন, “আমার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। কিন্তু সব ছবি কি আমাকেই তৈরি করতে হবে? তোমাদের ‘টিম ইন্ডিয়া’য় কি পুরুষ সিংহ পরিচালক নেই?” নেটিজেনদের একটা বড় অংশের মতে, এখানে ‘টিম ইন্ডিয়া’ কথাটির উত্থাপন করে আদপে দেশের কথা বোঝাতে চাননি পরিচালক। বরং তিনি বোঝাতে চেয়েছেন বিজেপি-বিরোধী রাজনৈতিক জোটকেই। যা সম্প্রতি নাম বদলে ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স) হিসেবে আত্মপ্রকাশ করেছে।

কেন্দ্রীয় সরকার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত বিবেক। তাই-ই তাঁকে ছবি তৈরির প্রস্তাব দিতেই কি পাল্টা বিরোধী জোটকে টেনে এনে আক্রমণ পরিচালকের? একদিকে বিবেক যখন এই কথা বলেছেন, তখন প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে করিনা কাপুরের মতো প্রথম সারির অভিনেতারা মণিপুরের ঘটনার কড়া সমালোচনা করেছেন। শুক্রবার ২১ জুলাই, শহীদ দিবসের মঞ্চ থেকে মণিপুর-কাণ্ডের নিন্দে করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মণিপুরের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। চলছে পুলিশি তদন্ত। মণিপুরের রাজপথে বিবস্ত্র করে দুই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে—এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই প্রতিবাদের ঝড় শুরু হয়েছে দেশ জুড়ে। ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মণিপুরের ১৬টি জেলার মধ্যে অশান্তির খবর আসছে অন্তত ৮টি জেলা থেকে।

 

 

Next Article