Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRK: শাহরুখকে কড়া ভাষায় আক্রমণ ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালকের

SRK:বিবেক যতই এ হেন মন্তব্য করুন না কেন বক্সঅফিস কিন্তু বলছে অন্য কথা। 'জওয়ান' মুক্তির এখনও এক মাস পূর্ণ হয়নি। তবে এরই মধ্যে এই ছবি ছাপিয়ে গিয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। এই আয় কিন্তু শুধুমাত্র এই দেশেই। আর বিদেশে বেশ কিছু দিন আগেই ছবিটি ছাপিয়ে গিয়েছিল ১০০০ কোটি।

SRK: শাহরুখকে কড়া ভাষায় আক্রমণ 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালকের
কী বলেছেন বিবেক?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 2:01 PM

ফের একবার শাহরুখ খানকে সরাসরি আক্রমণ করলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। শাহরুখের এই বছরের দুই ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’ নিয়ে যখন চারিদিকে হইচই, তখন সেই ছবি দু’টি নিয়েই এ কী মন্তব্য করে বসলেন তিনি! পরিচালকের উপর বেজায় খাপ্পা শাহরুখ ভক্তরা। তাঁদের একটাই বক্তব্য, “কেন মনের মধ্যে এত নেতিবাচকতা’? কী বলেছেন বিবেক যা নিয়ে চারিদিকে এত হইচই? এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, “আমার মনে হয় তাঁর বর্তমান ছবিগুলি বড্ড বেশি ভাসা ভাসা। ও এর থেকেই ভাল কিছু করতে পারে।”

এখানেই না থেমে তিনি যোগ করেন, “যা যা ছবি ওর বেরিয়েছে, ওই ‘পাঠান’ ও ‘জওয়ান’ আমি ছবিগুলি দেখেছি, কিন্তু আমার সুপারফিসিয়াল লেগেছে। অ্যাকশন ছবি হিসেবে ঠিক আছে কিন্তু যদি সিনেমার তৈরির মাপকাঠি হিসেবে ওই ছবিগুলিকে ধরা হয় তবে আমি তার সঙ্গে সহমত হব না। আমার মনে হয় এই সব আদপে চাটূক্তি। আমার এতে সমস্যা আছে।”

বিবেক যতই এ হেন মন্তব্য করুন না কেন বক্সঅফিস কিন্তু বলছে অন্য কথা। ‘জওয়ান’ মুক্তির এখনও এক মাস পূর্ণ হয়নি। তবে এরই মধ্যে এই ছবি ছাপিয়ে গিয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। এই আয় কিন্তু শুধুমাত্র এই দেশেই। আর বিদেশে বেশ কিছু দিন আগেই ছবিটি ছাপিয়ে গিয়েছিল ১০০০ কোটি। অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে বিবেকের একটি ছবি। ছবির নাম ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। ছবিতে বঙ্গতনয়া রাইমা সেনও রয়েছে। কিন্তু সেই ছবি কিন্তু বক্স অফিসে এতটুকু প্রভাব ফেলতে পারেনি। নির্মাতা ‘বাই ওয়ান গেট ওয়ান’ টিকিটের অফার ঘোষণা করেছেন, কিন্তু দর্শক ছবিটি দেখতে একেবারেই হলমুখো হননি। আর তাতেই শাহরুখ ভক্তদের একটা বড় অংশের বিবেকের প্রতি কটাক্ষ, “অন্যের সমালোচনা পরে করবেন। আগে বরং নিজের চড়কায় তেল দিন।”