Sai Pallavi: কেবল শরীর স্পর্শ নয়, মুখে কিছু বললেও সেটা মিটু অভিযোগ হতে পারে: সাঁই পল্লবী

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Mar 10, 2023 | 6:47 PM

Sai Pallavi: কোনও মহিলার সঙ্গে যদি অশালীনভাবে কথা বলা হয় কিংবা তাঁকে গালিগালাজ করা হয় এবং সেই কারণে যদি তিনি অসম্মানিত বোধ করেন, তা হলেও মিটু অভিযোগ করা যেতে পারে। 

Sai Pallavi: কেবল শরীর স্পর্শ নয়, মুখে কিছু বললেও সেটা মিটু অভিযোগ হতে পারে: সাঁই পল্লবী
সাই পল্লবী।

Follow Us

একটি তেলুগু চ্যাট শোতে অংশ নিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সাঁই পল্লবী। মিটু আন্দোলন সম্পর্কে কথা বলেছেন তিনি। সেই আলোচনায় মিটু সংক্রান্ত এক অন্য আঙ্গিক তুলে ধরেছেন সাঁই। তাঁকে যখন এই আন্দোলন সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি বলেন, “সব সময় মিটু অভিযোগ যে কেবল শরীর স্পর্শ করাকে কেন্দ্র করেই হবে, তেমনটা কিন্তু নাও হতে পারে। যে কোনও ধরনের মৌখিক অশ্লীলতা এবং অসম্মানও মিটু আন্দোলনের আয়তায় পড়তে পারে।” অর্থাৎ, কোনও মহিলার সঙ্গে যদি অশালীনভাবে কথা বলা হয় কিংবা তাঁকে গালিগালাজ করা হয় এবং সেই কারণে যদি তিনি অসম্মানিত বোধ করে, তা হলেও মিটু অভিযোগ করা যেতে পারে।

ডাক্তারির ছাত্রী ছিলেন সাঁই পল্লবী। দক্ষিণের অন্যতম অভিনেত্রী তিনি। শ্বেতাঙ্গিনী সাঁই অভিনয়ে আসেন লেখাপড়া শেষ করার পরই। তাঁকে ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করতে বলা হয়েছিল। সপাটে প্রত্যাখ্যান করেছিলেন সেই প্রস্তাব। বলেছিলেন, তাঁর দেশের অধিকাংশ নারীর বর্ণ কৃষ্ণ। তাঁদের অসম্মান করে এই ধরেন বিজ্ঞাপনের মুখ তিনি কিছুতেই হতে পারবেন না।

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবির সিকুয়্যেল ‘পুষ্পা: দ্য রুল’-এ অভিনয় করছেন সাঁই। অনেকেই প্রথমে ভেবেছিলেন রশ্মিকা মন্দানার জায়গায় তাঁকে কাস্ট করা হয়েছে। কিন্তু পরবর্তীতে জানা যায়, একটি স্বতন্ত্র চরিত্রে অভিনয় করছেন সাঁই। তাঁকে কাস্ট করা হয়েছে আল্লুর বোনের চরিত্রে। তাঁকে নেওয়া হয়েছে অভিনেতা ফাহাদ ফাসিলের বিপরীতে।

Next Article