সম্প্রতি মা প্রকাশ কৌরের কাছে ধমক খেয়েছেন বলিউড অভিনেতা ববি দেওল। ১ ডিসেম্বর মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’। ৩ ঘণ্টা অতিক্রান্ত হওয়া ছবিতে নির্বাক খলনায়কের চরিত্রে অভিনয় করেন ববি দেওল। একটিও সংলাপ ছিল না তাঁর। কিন্তু ১৫ মিনিট জমিয়ে পারফর্ম করেছেন ববি। ভাগ্য ফের খুলে গিয়েছে তাঁর। মৃত্যুর দৃশ্যে রক্তারক্তি হয়েছে। এবং ছেলেকে বড় পর্দায় মরতে দেখে সহ্য করতে পারেননি তারকা-মাতা প্রকাশ কৌর। এই ধরনের ছবিতে ছেলেকে আর না অভিনয় করার হুকুমও জারি করেছেন তিনি।
‘অ্যানিম্যাল’ ছবিতে দুর্দান্ত খলনায়ক ববির তিনজন স্ত্রী। সেই স্ত্রীদের উপর নির্মম অত্যাচার করে ববি অভিনীত চরিত্র আব্রার। সেই স্ত্রীদের একজনের চরিত্রে অভিনয় করেছে অভিনেত্রী মানসী তক্সক। পর্দায় তাঁকে ধর্ষণ করেছে ববি অভিনীত চরিত্রটি। ধর্ষণের দৃশ্য নিয়ে অকপট কথা বলেছেন মানসী। জানিয়েছেন, শুটিং করা সময় কোনও ধরনেরই নির্যাতনের সম্মুখীন হতে হয়নি তাঁকে। যদিও এ কথা তিনি স্বীকার করে নিয়েছিলেন যে, আব্রারের চরিত্রটি পুরোপুরি পশুর মতোই ছিল। সে নিয়মিত তার যাবতীয় হতাশা থেকে তৈরি হওয়া ক্ষোভ এসে উগরে দিত তিন স্ত্রীর উপর। তাদের নির্মমভাবে ধর্ষণ করত।
মানসী বলেছেন, “আব্রারের বিয়ের রাতে সে জানতে পারে তার ভাই খুন হয়েছে। প্রথমে সে সেই ব্যক্তিকে খুন করে যে খবরটা দিতে এসেছিল। তারপর আমার অভিনয় করা চরিত্রটাকে ধর্ষণ করে। তার আরও দুই স্ত্রীকেও বেডরুমে ডেকে নিয়ে এসে তাদেরও ধর্ষণ করে সেই মুহূর্তেই।”