India’s Official Oscar Entry: ভারত থেকে অস্কার ২০২৩-এর জন্য ছেলো শো ছবি নমিনেশন পেয়েছে, তা নিয়ে কী বললেন গৌতম মেনন
India's Official Oscar Entry: পরিচালক এর সরস উত্তর দিয়ে বলেছেন, "অবশ্যই যোগ্য হতে হবে।
চলচ্চিত্র পরিচালক গৌতম বাসুদেব মেনন সম্প্রতি সিনেমা ইন্ডাস্ট্রিতে ২১ বছর পূর্ণ করেছেন। তিনি মনে করেন যে এই টিনসেল শহরে তাঁর যাত্রা নিজের সিনেমা ‘ভেন্ধু থানিধাথু কাদু’-র প্রধান চরিত্র মুথুরের মতোই ছিল। “এটা সিনেমায় প্রায় মুথুর যাত্রার মত,” তিনি বলেন। “এটা বলা অনেক বেশি হবে ‘আগুনের ট্রায়ালের মতো যেটা তিনি পার করেছেন’, কিন্তু আমিও প্রতিদিন প্রতিটি সিনেমার জন্য সামনের দিকে অপেক্ষা করি। এমন কোনও মুহূর্ত কখনওই আসেনি যেখানে আমি ভেবেছিলাম এখান থেকে সরে যেতে হবে। ইন্ডাস্ট্রিতে উত্থান-পতন ছিল কিন্তু আমি সবসময় প্রতিটি সিনেমার জন্য উন্মুখ ছিলাম, বিশেষ করে এই ছবিটি (‘ভেন্ধু থানিধাথু কাদু’), যেখানে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চেয়েছিলাম”।
তিনি বর্তমানে সাফল্যের গৌরব নিয়ে কাজ করছেন কারণ তাঁর চলচ্চিত্রটি বক্স অফিসে চিত্তাকর্ষক ব্যবসা করেছে, তখন তাঁকে গুজরাটি ছবি ‘ছেলো শো’ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যেটি অস্কারে ভারতের আনুষ্ঠানিক প্রবেশ করেছে। কীভাবে চলচ্চিত্রটি আন্ডার ডগ হওয়া সত্ত্বেও সুযোগ পেল। এই ছবি ‘আরআরআর’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিকে পিছনে ফেলে দিয়েছে এই দৌড়ে।
পরিচালক এর সরস উত্তর দিয়ে বলেছেন, “অবশ্যই যোগ্য হতে হবে। আমি ছবিটি দেখিনি কিন্তু আমি দেখতে চাই। সত্যিই ভাল ছবি হতে হবে এটিকে, সত্যিই! সেখানে ভাল বুদ্ধিমান মানুষ আছেন যাঁরা জুরির অংশ, আমি এটি সম্পর্কে পড়েছি এবং আমি নিশ্চিত যে ছবিটি বাছাই করার একটি কারণ আছে এবং আমি সত্যিই এটি দেখতে চাই।” গৌতম মেনন তাঁর তামিল চলচ্চিত্র ‘ভিন্নাইথান্দি ভারুভায়া’, ‘নীথানে এন পোনভাসন্থাম’, ‘আচ্ছাম ইয়েনবাথু মাদামাইয়াদা’, ‘ইয়েন্নাই অরিন্ধাল’, ‘এননাই নক্কি পায়ুম থোট্টা’ এর জন্য পরিচিত।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এফডব্লিউআইসিই-র তরফ থেকে অনেক অভিযোগ রয়েছে, যার মধ্যে বিদেশী ছবি প্যারাডিসো-র থেকে কপি করাও রয়েছে। এই নিয়ে চলছে কথা বার্তা।