নেটিজেনদের মন ভাল নেই। একরত্তি মেয়ের হাসি মাখা মিষ্টি মুখটি এখন সোশ্যাল মিডিয়ার ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। অ্যালবার্ট কাবো– সারেগামাপা রিয়ালিটি শো-য়ে অংশ নেওয়া এই প্রতিযোগী সম্প্রতি হারিয়েছেন তাঁর শিশুকন্যাকে। বয়স হয়েছিল মাত্র সাড়ে আট মাস। নাম ইভলিন লেপচা। কী হয়েছিল ইভলিনের? কেন মাত্র সাড়ে আট মাসেই চলে যেতে হল তাঁকে? জন্ম থেকেই অসুস্থ ছিল ছোট্ট ইভলিন। এ কথা আগেই জানিয়েছিলেন কাবো। হৃদযন্ত্রের সমস্যা ছিল। শুধু হৃদযন্ত্রের সমস্যাই নয়, আরও অনেক সমস্যা ছিল তাঁর। পরিবার প্রথম থেকেই সুস্থ করার আপ্রাণ চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। চলে যায় সে। কাবোর পারফরম্যান্স যারা দেখেছেন, তাঁরা দেখে থাকবেন স্ত্রী পূজা ছেত্রী একরত্তিকে নিয়ে দর্শকাসনে বসে থাকতেন। উৎসাহ দিতেন গায়ককে। সেই ঘটনা মনে করেই চোখ ভিজছে সাধারণের, আসছে কমেন্ট, “চোখের জল বাঁধ মানছে না”। প্রসঙ্গত, মেয়ের মৃত্যুসংবাদ সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছিলেন কাবো। লিখেছিলেন, “আমাদের গল্পটা শেষ হয়ে গেলেও সফরনামার ইতি এখানেই নয়। আমাদের জীবনের সবচেয়ে সুন্দর গানটা তুমিই গেয়েছিলে। তুমি সেই ধ্রুবতারা যে আমাদের জীবনকে চালনা করে নিয়ে যাবে। ওই ওখানে অনেক ভাল থেকো। শান্তিতে ঘুমাও ইভলিন লেপচা।” আপাতত পরিবারের পাশে সকলেই। কাবো ও তাঁর স্ত্রী পূজা যাতে দ্রুত এই শোক কাটিয়ে ওঠেন সেইও প্রার্থনাই সকলের।
প্রসঙ্গত, পাহাড়ের মানুষ কাবো। প্রথাগত গান শেখেননি কোনওদিন। করতে গাইডের কাজ। পারিবারিক ব্যবসা ওটাই। ট্যুরিস্ট নিয়ে যখন যেতেন ভ্রমণে সঙ্গী হত পাহাড়ি গান। হঠাৎ করেই রিয়ালিটি শো-র অডিশনের খবর শোনেন। চলে যান। দ্বিতীয় স্থানও অধিকার করেন। এর পরেই একের পর এক সাফল্য, পরিচিতি। কিন্তু হঠাৎ করেই এই খবরে পরিবার শোকাচ্ছন্ন।