Raha Kapoor: রাহার এক বছরের জন্মদিন; জানেন কি তাঁর নামের বাংলা মানে?

Alia Bhatt-Ranbir Kapoor: এক বছর হয়ে গেল এখনও পর্যন্ত দেখা গেল না রাহার মুখ। কন্যার মুখ দেখানোয় কোনও আপত্তি নেই রণবীরের। তবে সবেমাত্র এক বছর বয়স হয়েছে রাহার। বাবা হিসেবে রণবীর চান না, তাঁর কন্যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হোক। ইন্টারনেটে ভাইরাল হয়ে যাক ছোট্ট রাহা। কবে যে সব পাপারাৎজ়ি রাহাকে দেখেছেন, তাঁদের বিবরণ সে প্রথমে রণবীরের মতো দেখতে ছিল। কিন্তু আলিয়ার মতো দেখতে।

Raha Kapoor: রাহার এক বছরের জন্মদিন; জানেন কি তাঁর নামের বাংলা মানে?
এক বছরে পা রাহা কাপুরের।

| Edited By: Sneha Sengupta

Nov 06, 2023 | 12:30 PM

ঠিক এক বছর আগে আজকের দিনেই বেলা ১২টা নাগাদ কাপুর পরিবারে জন্ম নেয় রণবীর কাপুর এবং আলিয়া ভাটের কন্যা রাহা কাপুর। এক বছর পূর্ণ হল রাহার। আজ তার জন্মদিন। কন্যার জন্মের কিছুদিন পরই তার নাম জানতে পারে দুনিয়াবাসী। কন্যার নাম ‘রাহা’ কেন রাখা হয়েছিল আর বিস্তারিত বিবরণ দিয়েছিলেন আলিয়া-রণবীর। জানিয়েছিলেন, নামের মানে। রাহার নামের সঙ্গে রয়েছে বাংলার যোগও। নামের রয়েছে সুন্দর মানে। কী সেই বাংলা যোগ এবং মানে জানেন?

বাংলায় ‘রাহা’ শব্দের অর্থ বিশ্রাম, আরাম এবং স্বস্তি। সংস্কৃততে এই নামের অর্থ গোষ্ঠী কিংবা বংশ। আরবি ভাষায় নামের মানে আনন্দ, স্বাধীনতা, সুখ। আলিয়াই জানিয়েছিলেন রাহার নাম রেখেছেন তাঁর ঠাকুমা নিতু কাপুর। রাহাকে প্রথমবার দেখার পর যে-যে অনুভূতি হয়েছে তাঁদের, সে সবই রাহার নামের মধ্যে লুকিয়ে রয়েছে। পোস্টে রাহাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি আলিয়া। লিখেছেন, “আমাদের পরিবারে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ রাহা”।

তবে এক বছর হয়ে গেল এখনও পর্যন্ত দেখা গেল না রাহার মুখ। কন্যার মুখ দেখানোয় কোনও আপত্তি নেই রণবীরের। তবে সবেমাত্র এক বছর বয়স হয়েছে রাহার। বাবা হিসেবে রণবীর চান না, তাঁর কন্যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হোক। ইন্টারনেটে ভাইরাল হয়ে যাক ছোট্ট রাহা। কবে যে সব পাপারাৎজ়ি রাহাকে দেখেছেন, তাঁদের বিবরণ সে প্রথমে রণবীরের মতো দেখতে ছিল। কিন্তু আলিয়ার মতো দেখতে।

রাহা আসার পর দুনিয়া পাল্টেছে রণবীর-আলিয়ার। প্রথমবার হাসপাতালে রাহাকে কোলে নিয়ে কেঁদে ফেলেছিলেন রণবীর। রাহার জন্মের পর বেশ কিছুদিন কাজ থেকেও বিরতি নিয়েছিলেন আলিয়া। তারপর স্বমহিমায় ফিরে এসেছেন শুটিং ফ্লোরে। মাতৃত্ব এবং কেরিয়ার–দুটোই দারুণভাবে পালন করছেন তিনি। রাহা সময় কাটান তাঁর দিদিমা সোনি রাজ়দান এবং ঠাকুরমা নিতু কাপুরের সঙ্গে। সময় পেলেই রাহাকে নিয়ে বেরিয়ে পড়েন আলিয়া এবং রণবীর।