কেন বন্ধ হল ঋতব্রতর নাটক দেশের নামে?
ঋতব্রত মুখোপাধ্যায়।

কেন বন্ধ হল ঋতব্রতর নাটক ‘দেশের নামে’?

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 13, 2021 | 6:14 PM

রিহার্সাল মঞ্চে ঢুকে সেই নাটকের সম্পর্কে বিশদ খোঁজ নিয়েছেন TV9 বাংলার প্রতিনিধি শুভঙ্কর চক্রবর্তী।

তরুণ নাট্যকর্মী ঋতব্রত মুখোপাধ্যায় অভিনীত-পরিচালিত নাটক ‘দেশের নামে’, যা ৫ মার্চ, শুক্রবার কল্যাণীতে মঞ্চস্থ হওয়ার কথা ছিল, তা ‘বন্ধ করিয়ে দেওয়া হয়েছে’ বলে অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন খোদ ঋতব্রত। ৪ মার্চ, বৃহস্পতিবার ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে এই অভিযোগ করেন অভিনেতা-পরিচালক। কেন বন্ধ হল নাটক? রিহার্সাল মঞ্চে ঢুকে সেই নাটকের সম্পর্কে বিশদ খোঁজ নিয়েছেন TV9 বাংলার প্রতিনিধি শুভঙ্কর চক্রবর্তী।