প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ ঠিক কতটা মজবুত, কম বেশি তা সকলের জানা। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই জুটির প্রতিটা খবরে নজর রেখে চলেছেন নেটিজ়েনরা। প্রকাশ্যে তাঁদের একসঙ্গে দেখলেই সম্পর্কের গভীরতা এক কথায় স্পষ্ট হয়ে যায়। একে অন্যকে চোখে হারায় এই জুটি। তাঁদের প্রেমপর্ব শুরুর সময় থেকেই বারে বারে ক্যামেরা বন্দী হয়েছে এই সময় প্রেমের মুহূর্ত। কেউ কাউকে নিয়ে এক চুলও উল্টোসুর সহ্য করেন না। আবারও মিলল তার প্রমাণ। সম্প্রতি আবারও একসঙ্গে ফ্রেমবন্দি হলেন জুটি। ছবি তোলার জন্য উগ্রীব পাপারাৎজিরা নাম ধরে ডাকার সময় অনুষ্কাকে বলে বসলেন স্যার।
না, বিষয়টা দেখে চুপ থাকলেন না বিরাট। পাল্টা উত্তর দিলেন তিনিই। বললেন, এবার আমায় ম্যাডাম বলুন। তাঁর মজার ছলে দেওয়া এই উত্তরই স্পষ্ট করে দেয় একে ওপরের বিরুদ্ধে করা একটি মন্তব্যও সহ্য করবেন না। অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি তাই আবারও একবার খবরের শিরোনামে জায়গা করে নিলেন। এক শ্যাম্পুর বিজ্ঞাপণের জন্য দু’জনে প্রথমবার এক ছাদের তলায় এসেছিলেন। তারপর বদলে গিয়েছে দু’জনেই জীবন। প্রেম, বিচ্ছেদ, ফের সম্পর্ক জোড়া লাগার পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন বিরাট ও অনুষ্কা।
জুটির কোল আলো করে এসেছে ছোট্ট ভামিকা। ক্রিকেট ও সিনে জগতের আদর্শ জুটি বলে ধরা হয় বিরুষ্কাকে। একে অপরের প্রশংসা করতে দু’বার ভাবেন না। অনুষ্কার পাশে যখন যেমন প্রয়োজন দাঁড়িয়েছেন বিরাট। সম্প্রতি স্ত্রীকে নিয়ে মুখ খুলে বিরাট জানিয়েছিলেন অনুষ্কার লড়াই অনেক বড়। অনেক বেশি কঠিন। কেরিয়ার থেকে সরে গিয়ে সন্তান মানুষ করা, অনুষ্কা যে আত্মত্যাগ করেছে, তাকে কুর্ণিশ জানাতে বিন্দুমাত্র পিছপা হন না বিরাট। অতীতেও হননি, এবারও হলেন না।