মা হয়েছেন আলিয়া ভাট। গতকাল অর্থাৎ রবিবার ঘড়ির কাঁটা দুপুর সাড়ে ১২টা ছুঁতেই কাপুর ও ভাট পরিবারে খুশির বন্যা বয়ে গিয়েছে। মেয়ের নাম কী রাখবেন ‘রালিয়া’ জুটি, কেমনই বা দেখতে হয়েছে তাঁকে, কার সঙ্গে মুখের মিল– এ সব নিয়ে যখন চলছে জোর চর্চা, তখন ভাইরাল হল অভিনেত্রীর এক পুরনো ভিডিয়ো। যে ভিডিয়োতে আলিয়া জানিয়েছিলেন মেয়ের কী নাম রাখতে চান তিনি? এই নাম রাখার নেপথ্যে কী কারণ তাও জানিয়েছিলেন নিজেই।
এক রিয়ালিটি শো-তে আমন্ত্রিত হয়ে এসেছিলেন আলিয়া। সে সময় তাঁর ও রণবীর সিংয়ের ‘গাল্লি বয়’ মুক্তি পেয়েছিল। ওই ছবির প্রচারেই আসা তাঁর। শো-য়ের খুদে প্রতিযোগী কিছুতেই আলিয়ার নাম ঠিক করে উচ্চারণই করতে পারছিল না। যতবারই তাঁকে জিজ্ঞাসা করা হয়, সে নিজের মনগড়া এক নাম দিয়েছিল আলিয়াকে। কী সেই নাম? প্রতিযোগী আলিয়া ডেকেছিল ‘আলমা’ বলে। খুদের কণ্ঠে আলমা ডাক শুনে মোটেও অসন্তুষ্ট হননি আলিয়া। বরং মিষ্টি হেসে জানিয়েছিলেন, এ নাম পছন্দ হয়েছে তাঁর। বলেছিলেন, “আলমা খুব মিষ্টি একটা নাম। আমার মেয়ে হলে আমি ওর নাম আলমাই রাখব”। সন্তানের জন্ম দেওয়ার পর এখন একটাই প্রশ্ন, ‘সত্যিই কি মেয়ের নাম আলমা রাখছেন আলিয়া? নাকি কাপুর পরিবারের ট্র্যাডিশন মেনে বাবার আদ্যক্ষর দিয়েই হবে মেয়ের নামকরণ?’ উত্তর মেলেনি, তবে জল্পনায় ক্ষতি কী?
এ বছরের এপ্রিল মাসেই বিয়ে করেন আলিয়া-রণবীর। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক এগোয় আরও এক ধাপ। বিয়ের দু’মাসের মধ্যেই সন্তানের আগমনের কথা জানান দম্পতি। তাঁদের সন্তান বিয়ের আগেই কিনা তা নিয়ে চলেছিল জোর চর্চা। সমালোচনার মুখেও পড়তে হয়েছিল জুটিকে। তবে সে সবকে একেবারেই পাত্তা না দিয়ে মাতৃত্বকালীন সময় চুটিয়ে উপভোগ করেছেন আলিয়া। কাজ থামাননি। বেবিবাম্প নিয়ে করেছেন ছবির প্রচার, এমনকি শুটিংও। তবে আপাতত কিছুদিনের ছুটি। নতুন দায়িত্ব তাঁর কাঁধে। এই সময়টা নিজের ও নবাগতার জন্যই বরাদ্দ করেছেন ভাট-কন্যা।
মা হয়েছেন আলিয়া ভাট। গতকাল অর্থাৎ রবিবার ঘড়ির কাঁটা দুপুর সাড়ে ১২টা ছুঁতেই কাপুর ও ভাট পরিবারে খুশির বন্যা বয়ে গিয়েছে। মেয়ের নাম কী রাখবেন ‘রালিয়া’ জুটি, কেমনই বা দেখতে হয়েছে তাঁকে, কার সঙ্গে মুখের মিল– এ সব নিয়ে যখন চলছে জোর চর্চা, তখন ভাইরাল হল অভিনেত্রীর এক পুরনো ভিডিয়ো। যে ভিডিয়োতে আলিয়া জানিয়েছিলেন মেয়ের কী নাম রাখতে চান তিনি? এই নাম রাখার নেপথ্যে কী কারণ তাও জানিয়েছিলেন নিজেই।
এক রিয়ালিটি শো-তে আমন্ত্রিত হয়ে এসেছিলেন আলিয়া। সে সময় তাঁর ও রণবীর সিংয়ের ‘গাল্লি বয়’ মুক্তি পেয়েছিল। ওই ছবির প্রচারেই আসা তাঁর। শো-য়ের খুদে প্রতিযোগী কিছুতেই আলিয়ার নাম ঠিক করে উচ্চারণই করতে পারছিল না। যতবারই তাঁকে জিজ্ঞাসা করা হয়, সে নিজের মনগড়া এক নাম দিয়েছিল আলিয়াকে। কী সেই নাম? প্রতিযোগী আলিয়া ডেকেছিল ‘আলমা’ বলে। খুদের কণ্ঠে আলমা ডাক শুনে মোটেও অসন্তুষ্ট হননি আলিয়া। বরং মিষ্টি হেসে জানিয়েছিলেন, এ নাম পছন্দ হয়েছে তাঁর। বলেছিলেন, “আলমা খুব মিষ্টি একটা নাম। আমার মেয়ে হলে আমি ওর নাম আলমাই রাখব”। সন্তানের জন্ম দেওয়ার পর এখন একটাই প্রশ্ন, ‘সত্যিই কি মেয়ের নাম আলমা রাখছেন আলিয়া? নাকি কাপুর পরিবারের ট্র্যাডিশন মেনে বাবার আদ্যক্ষর দিয়েই হবে মেয়ের নামকরণ?’ উত্তর মেলেনি, তবে জল্পনায় ক্ষতি কী?
এ বছরের এপ্রিল মাসেই বিয়ে করেন আলিয়া-রণবীর। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক এগোয় আরও এক ধাপ। বিয়ের দু’মাসের মধ্যেই সন্তানের আগমনের কথা জানান দম্পতি। তাঁদের সন্তান বিয়ের আগেই কিনা তা নিয়ে চলেছিল জোর চর্চা। সমালোচনার মুখেও পড়তে হয়েছিল জুটিকে। তবে সে সবকে একেবারেই পাত্তা না দিয়ে মাতৃত্বকালীন সময় চুটিয়ে উপভোগ করেছেন আলিয়া। কাজ থামাননি। বেবিবাম্প নিয়ে করেছেন ছবির প্রচার, এমনকি শুটিংও। তবে আপাতত কিছুদিনের ছুটি। নতুন দায়িত্ব তাঁর কাঁধে। এই সময়টা নিজের ও নবাগতার জন্যই বরাদ্দ করেছেন ভাট-কন্যা।