Asha Bhosle: আজীবন দিদির সঙ্গে প্রতিযোগিতা ছিল আশার! ‘আমায় আলাদা কিছু করতে হবে’ 

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 08, 2023 | 9:30 PM

Asha Bhosle: লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে-- তাঁদের দু'জনে র গলাতেই যেন অধিষ্ঠান করছেন খোদ মা সরস্বতী। দিদি লতা মঙ্গেশকরের সঙ্গে আশা ভোঁসলের এক অলিখিত ঠাণ্ডা লড়াই নিয়ে ইন্ডাস্ট্রিতে কম লেখালিখি হয়নি। সত্যিই কি ছিল তাঁদের মধ্যে প্রতিযোগিতা?

Asha Bhosle: আজীবন দিদির সঙ্গে প্রতিযোগিতা ছিল আশার! আমায় আলাদা কিছু করতে হবে 
আজীবন দিদির সঙ্গে প্রতিযোগিতা ছিল আশার

Follow Us

লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে– তাঁদের দু’জনে র গলাতেই যেন অধিষ্ঠান করছেন খোদ মা সরস্বতী। দিদি লতা মঙ্গেশকরের সঙ্গে আশা ভোঁসলের এক অলিখিত ঠাণ্ডা লড়াই নিয়ে ইন্ডাস্ট্রিতে কম লেখালিখি হয়নি। সত্যিই কি ছিল তাঁদের মধ্যে প্রতিযোগিতা? ছিল কি বৈরিতার চোরাস্রোত? এ নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন আশা। আজ অর্থাৎ শুক্রবার তাঁর জন্মদিনেই তুলে ধরা যাক সেই কথা। খুল্লাম খুল্লাই আশা জানিয়েছিলেন দিদির সঙ্গে এক সুস্থ প্রতিযোগিতা ছিল তাঁর।

তাঁর কথায়, “আমি বুঝেছিলাম আমায় দিদির থেকে আলাদা কিছু করতে হবে। নয়তো এই ইন্ডাস্ট্রিতে কিছুতেই আমি নিজের পরিচয় বানাতে পারব না। কারণ, লতা দিদি ইতিমধ্যেই সেখানেই নাম বানিয়ে ফেলেছে। ইংরেজি ছবি দেখতাম। গান শুনতাম। আর আমার গায়কির মধ্যে সেগুলো যোগ করার চেষ্টা করতাম।” তিনি যোগ করেন, “যখনই দিদির সিঙ্গে গান রেকর্ড করতে গিয়েছি, তখনই মাথায় ঘুরত দিদি কীভাবে গান গাইবে। আমাদের দু’জনেরই স্বভাব ছিল কীভাবে গানের মধ্যে ‘টুইস্ট’ যোগ করা যায়। হ্যাঁ, আমার মধ্যে প্রতিযোগিতা ছিল, তবে তা সুস্থ ও স্বাভাবিক।

দু’জনে মিলে প্রায় ৮০টিরও বেশি হিন্দি গান একসঙ্গে গেয়েছেন। শুধু কি তাই? সুদীর্ঘ কেরিয়ারে আশা ভোঁসলের পুরস্কারের তালিকায় নেহাত কম নয়। দুটি জাতীয় পুরস্কারও রয়েছে তাঁর ঝুলতে। এ ছাড়াও গ্র্যামির জন্যও মনোনীত হয়েছেন তিনি। ৯০ বছর পূর্ণ হল তাঁর। তবে তিনি আজও কোকিলকণ্ঠী, আজও তিনি সুরেলা।

Next Article