Sajid Khan Case: ভাইয়ের নামে একগুচ্ছ যৌন হেনস্থার অভিযোগ, দিদি ফারহা কী বলছেন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 25, 2022 | 8:15 AM

Sajid Khan Case: সাল ২০১৮, তারিখ ১২ অক্টোবর। বিকেল ৪টে নাগাদ একটি টুইট করেছিলেন ফারহা।

Sajid Khan Case: ভাইয়ের নামে একগুচ্ছ যৌন হেনস্থার অভিযোগ, দিদি ফারহা কী বলছেন?
দিদি ফারহা কী বলছেন?

Follow Us

এক নয়, দুই নয়– দশ জন নারী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বিভিন্ন সময়ে। সেই সাজিদ খানই নাকি সলমন খান পরিচালিত ‘বিগবস’-এর মঞ্চ রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন! একদিকে যেমন দিল্লির মহিলা কমিশন এ নিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রীকে চিঠি পাঠিয়েছে ঠিক তেমনই বলিউডে অন্দরেও উঠেছে প্রতিবাদের ঝড়। সূত্রের খবর, দিদি ফারহা খানের অনুরোধেই নাকি সাজিদকে তাঁর শো-য়ে একপ্রকার নিতে বাধ্য হয়েছেন সলমন। কারণ ফারহা যে তাঁর অনেকদিনের বন্ধু। অথচ কিছু বছর আগে ফিরে গেলে দেখা যাবে, সাজিদের বিরুদ্ধে যখন একের পর এক মহিলা মুখ খুলছেন তখন রক্তের সম্পর্ক হওয়া সত্ত্বেও একেবারেই রেয়াত করেননি ফারহা। বরং প্রকাশ্যেই সাজিদকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। কী লিখেছিলেন টুইটে তিনি?

সাল ২০১৮, তারিখ ১২ অক্টোবর। বিকেল ৪টে নাগাদ একটি টুইট করেছিলেন ফারহা। লিখেছিলেন, “আমাদের পরিবারের জন্য এ এক কঠিন সময়। যদি আমার ভাই এমন কিছু করে থাকে তবে ওর যা প্রাপ্য ও তাই পাবে। আমি কোনওভাবেই এরকম ব্যবহারকে সমর্থন করিনা। যারা এই সব ব্যবহার পেয়েছেন আমি তাদের পাশে রয়েছি।” সে সময় ফারহা খানের প্রশংসা করেছিলেন অনেকেই। যেভাবে তিনি ভাইয়ের বিরুদ্ধে গিয়ে ‘অত্যাচারিত’-এর পাশে গিয়ে দাঁড়িয়েছেন তা যে নিতান্তই অন্যরকম– একবাক্যে স্বীকার করেন তাঁরা। যদিও চার বছর পর ভাইয়ের হৃত ইমেজ ফিরিয়ে দেওয়ার আশায় সলমনের কাছে ফারহার আর্তি মোটেই ভাল চোখে দেখছে না নেটিজেন। তাঁদের বক্তব্য, ‘এ তো একপ্রকার অন্যায়ের সঙ্গেই আপোস করা’।

শো’র প্রথম দিনে আলাপ পর্ব সারার সময় সাজিদ দাবি করেন, তাঁর নামে যা যা রটেছে সে সব ‘মিথ্যে অভিযোগ’ ভুল প্রমাণ করতেই নাকি বিগবসে আগমন তাঁর। নেটিজেনদের প্রিয় শেহনাজ গিলও সাজিদের পাশে দাঁড়ান। প্রিয় ‘সাজিদ ভাই’কে শুভেচ্ছা জানাতেও দেখা যায় তাঁকে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনদের একটা বড় অংশ। সাজিদের বিরুদ্ধে ক্ষোভ তো জমা হয়ই পাশাপাশি ‘যৌন শিকারি’র পাশে দাঁড়ানোর জন্য নিন্দার মুখে পড়তে হয় শেহনাজ ও সলমনকেও। শুধু নেটিজেনরাই নন, বলিউডের অন্দরেও প্রগাঢ় হয়ে ওঠে ক্ষোভ। শোনা যাচ্ছে সাজিদকে নাকি শো থেকে বিতাড়িত করা হতে পারে, যদিও এ বিষয়ে এখনও নির্মাতাদের তরফে কোনও অফিসিয়াল মন্তব্য করা হয়নি।

Next Article